শিরোনাম
◈ বুধবার বঙ্গভবনে বৌদ্ধ নেতাদের সংবর্ধনা দিবেন রাষ্ট্রপতি ◈ চার ঘণ্টায় ভোট পড়েছে ১৭ শতাংশ: ইসি সচিব ◈ টিপু-প্রীতি হত্যা মামলায় সাক্ষী আগামী ২০ জুন ◈ ভিসা নীতি নয়, অন্য আইনে সাবেক সেনাপ্রধানকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজা যুদ্ধ নিয়ে আইসিসি’র গ্রেপ্তার প্রষ্টোর তীব্র নিন্দা নেতানিয়াহুর ◈ সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের ওপর  সপরিবারে ভিসানিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র ◈ সংসদ সদস্য আজিমের অবস্থান জেনেছে ভারত পুলিশ ◈ বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারে কী করছিলেন ইরানের প্রেসিডেন্ট প্রকাশ্যে ‘শেষ’ ভিডিও ◈ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক ◈ প্রতি বছর এপ্রিলের গরম ৪০ ডিগ্রি ছাড়াবে, বলছে রিপোর্ট

প্রকাশিত : ০৯ মে, ২০১৯, ০২:০০ রাত
আপডেট : ০৯ মে, ২০১৯, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুক পর্ণোগ্রাফি ও ধর্মবাদীদের নিয়ন্ত্রণে, বললেন মেনন

আসিফ হাসান কাজল: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এখন পর্ণোগ্রাফি গোষ্ঠী ও ধর্মবাদীদের নিয়ন্ত্রণে। মিয়ানমার ও বাংলাদেশের রামুর ঘটনায় আপনারা দেখেছেন শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার করে কিভাবে সহিংসতার ঘটনা ঘটেছে।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক সংসদীয় ককাস- এর উদ্যোগে সাবেক মন্ত্রী ও বাংলাদেশ ওয়ার্কাস পার্টি সভাপতি রাশেদ খান মেনন এই কথা বলেন।

তিনি বলেন, গেল তিনদিন আগে ফেসবুক কর্তৃপক্ষ স্বীকার করেছে যে, ফেসবুকের মাধ্যমে সারা বিশ্বে যে ধরনের বিদ্বেষ ও উত্তেজনা ছড়ানো হচ্ছে তার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে। এসব কারণে পশ্চিমা বিশ্ব এখন চিন্তিত। বাংলাদেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে আইন পাশ হলেও সে আইন কার্যকর হচ্ছে কি?

আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস এর আহবায়ক ফজলে হোসেন বাদশা বলেন, গত সাড়ে তিন বছর আগে আদিবাসীদের সম্পদ রক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় আইনের খসড়া প্রস্তুত করা হয়েছে। সে আইন পাশ তো দূরে থাক এখন পর্যন্ত সংসদে উপস্থাপন করা হয়নি।

নাগরিক সম্প্রীতি সভায় সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, বাংলাদেশ খ্রীষ্টান এ্যাসোসিয়েশন সভাপতি নির্মল রোরিও ও বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশনের সভাপতি ভিক্ষু সুনন্দপ্রিয় বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়