শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড আরোপ দুঃখজনক হলেও অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা ◈ হাসনাতের আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল: চেম্বার আদালতের রায় ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক কি পুনর্গঠন হবে? : ফরেন পলিসির বিশেষ প্রতিবেদন ◈ ধর্মঘট প্রত্যাহার, এলপি গ্যাস বিক্রি শুরু ◈ 'হাইব্রিড নো ভোটের' মানে কী? ◈ জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিতে খসড়া প্রস্তুত ◈ গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ◈ ২৯৫ অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ করবে সরকার: সাইদুর রহমান ◈ রেমিট্যান্স জমায় কড়াকড়ি, ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা ◈ সাগরে নিম্নচাপ, যে সতর্কবার্তা দিল আবহাওয়া অফিস

প্রকাশিত : ০৬ মে, ২০১৯, ১০:১৩ দুপুর
আপডেট : ০৬ মে, ২০১৯, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঝনদীতে তিনদিন পর অবশেষে বসলো পদ্মা সেতুর ১২তম স্প্যান

সাজিয়া আক্তার: ঘূর্ণিঝড় ফণীর কারণে ৩ দিন পিছিয়ে অবশেষে বসানো হলো পদ্মা সেতুর ১২তম স্প্যান। মাঝনদীতে ২০ ও ২১ নম্বর পিলারের ওপর এটি বসার পর দৃশ্যমান হলো ১৮শ মিটার সেতু। ধীরে ধীরে সেতুর কাজের অগ্রগতিতে খুশি দুপাড়ের মানুষ।

সোমবার (৬ মে) সকাল ৯টা। মাওয়ার ইয়ার্ডে ব্যাপক প্রস্তুতি। স্প্যানবাহী ক্রেন চলার পথে সব নৌযান সরিয়ে নেয় সেনাবাহিনী। এরপর নির্ধারিত পিলারের দিকে শুরু হয় যাত্রা।

মাওয়া প্রান্তে মূল নদীতে তীব্র স্রোতের সাথে পাল্লা দিয়ে চ্যানেলের মধ্যে প্রবেশের পর গতি পায় প্রায় ৪ হাজার মেট্রিক টন ওজন বহনে সক্ষম ক্রেনটি। দ্রুত এগুতে থাকে মাঝনদীতে অবস্থিত ২০ ও ২১ নম্বর পিলারের দিকে। পৌঁছে যায় ১ ঘণ্টার ব্যবধানে।

এরপর প্রায় আড়াই ঘণ্টার অপেক্ষা। দুইপাড়ে নোঙ্গর করা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে পিলারের ওপর টেনে আনা হয় স্প্যান, তোলা হয় মাঝনদীতে ৪ নম্বর মডিউলে।

প্রকল্প সংশ্লিষ্টদের আশাবাদ, সামনের দিনগুলোতে কাজে গতি আনা হবে। চলতি মাসে বসবে আরো একাধিক স্প্যান।

এ স্প্যানটি সাময়িকভাবে ২০ ও ২১ নম্বর পিলারের ওপর বসানো হলেও পরে এটি ২৪ ও ২৫ নম্বর পিলারের ওপর সরিয়ে নেয়া হবে।

পদ্মা সেতুতে আরও ২৯টি স্প্যান বসাতে হবে। এ স্প্যানগুলো একসাথে মাওয়া ইয়ার্ডে রাখতে না পারায় কিছু কিছু স্প্যান আপাতত নদীর ওপর বসিয়ে রাখা হচ্ছে। এ স্প্যানগুলোর নির্ধারিত পিলার তৈরি করা হলে পরে তা জায়গামত সরিয়ে নেয়া হবে। এভাবেই একটু একটু করে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ।সময় টিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়