শিরোনাম
◈ বয়কট আলোচনার ম‌ধ্যে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের জন্য বিমা‌ন বুক করেছে পাকিস্তান  ◈ এক যুগ পর আজ শুরু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট ◈ ১৮ মিনিট আগেগণভোটে 'হ্যাঁ' অথবা 'না' এর পক্ষে প্রচার চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা ◈ রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ পেতে বাধা কাটলো   ◈ বাংলা‌দেশ বিশ্বকাপ খেল‌ছে না ব‌লে খা‌লেদ মাহমুদ সুজ‌নের হৃদয়ে রক্তক্ষরণের অনুভূত হ‌চ্ছে ◈ জয় শাহর ৮ বার কল, সাড়া দিলেন না পিসিবি চেয়ারম্যান নাকভি ◈ জামায়াত নেতা হত্যা: ঝিনাইগাতীর ইউএনও ও ওসি প্রত্যাহার ◈ আগামীকালই হবে ৫০তম বিসিএস পরীক্ষা ◈ রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন: প্রধান উপদেষ্টা ◈ ৪০ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

প্রকাশিত : ০৬ মে, ২০১৯, ১০:১৩ দুপুর
আপডেট : ০৬ মে, ২০১৯, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঝনদীতে তিনদিন পর অবশেষে বসলো পদ্মা সেতুর ১২তম স্প্যান

সাজিয়া আক্তার: ঘূর্ণিঝড় ফণীর কারণে ৩ দিন পিছিয়ে অবশেষে বসানো হলো পদ্মা সেতুর ১২তম স্প্যান। মাঝনদীতে ২০ ও ২১ নম্বর পিলারের ওপর এটি বসার পর দৃশ্যমান হলো ১৮শ মিটার সেতু। ধীরে ধীরে সেতুর কাজের অগ্রগতিতে খুশি দুপাড়ের মানুষ।

সোমবার (৬ মে) সকাল ৯টা। মাওয়ার ইয়ার্ডে ব্যাপক প্রস্তুতি। স্প্যানবাহী ক্রেন চলার পথে সব নৌযান সরিয়ে নেয় সেনাবাহিনী। এরপর নির্ধারিত পিলারের দিকে শুরু হয় যাত্রা।

মাওয়া প্রান্তে মূল নদীতে তীব্র স্রোতের সাথে পাল্লা দিয়ে চ্যানেলের মধ্যে প্রবেশের পর গতি পায় প্রায় ৪ হাজার মেট্রিক টন ওজন বহনে সক্ষম ক্রেনটি। দ্রুত এগুতে থাকে মাঝনদীতে অবস্থিত ২০ ও ২১ নম্বর পিলারের দিকে। পৌঁছে যায় ১ ঘণ্টার ব্যবধানে।

এরপর প্রায় আড়াই ঘণ্টার অপেক্ষা। দুইপাড়ে নোঙ্গর করা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে পিলারের ওপর টেনে আনা হয় স্প্যান, তোলা হয় মাঝনদীতে ৪ নম্বর মডিউলে।

প্রকল্প সংশ্লিষ্টদের আশাবাদ, সামনের দিনগুলোতে কাজে গতি আনা হবে। চলতি মাসে বসবে আরো একাধিক স্প্যান।

এ স্প্যানটি সাময়িকভাবে ২০ ও ২১ নম্বর পিলারের ওপর বসানো হলেও পরে এটি ২৪ ও ২৫ নম্বর পিলারের ওপর সরিয়ে নেয়া হবে।

পদ্মা সেতুতে আরও ২৯টি স্প্যান বসাতে হবে। এ স্প্যানগুলো একসাথে মাওয়া ইয়ার্ডে রাখতে না পারায় কিছু কিছু স্প্যান আপাতত নদীর ওপর বসিয়ে রাখা হচ্ছে। এ স্প্যানগুলোর নির্ধারিত পিলার তৈরি করা হলে পরে তা জায়গামত সরিয়ে নেয়া হবে। এভাবেই একটু একটু করে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ।সময় টিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়