শিরোনাম
◈ পুলিশ নির্বাচনী দায়িত্বসহ যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম: আইজিপি ◈ খেলোয়াড়দের ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ নিউটনের বিরুদ্ধে, শাস্তি চায় মানবাধিকার কমিশন ◈ দেশের উন্নয়ন দেখে সহ্য হচ্ছে না বিএনপিসহ মির্জা ফখরুলের: আইনমন্ত্রী  ◈ আওয়ামী লীগ সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করেছে: মির্জা ফখরুল ◈ স্থানীয় জনগণ ও বাস্তবতা বিবেচনায় নিয়ে পরিকল্পনা প্রণয়ণের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে: প্রধানমন্ত্রী ◈ স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শেখ হাসিনাকে শুভেচ্ছা ◈ আশ্রয় আবেদন খারিজ হওয়ায় ১১ হাজার বাংলাদেশিদের ফেরত পাঠাবে ব্রিটেন  ◈ কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৫, আহত ৭ ◈ নাইজেরিয়ায় মসজিদে তালা দিয়ে আগুন, ১১ মুসল্লির মৃত্যু

প্রকাশিত : ০৬ মে, ২০১৯, ১০:১৩ দুপুর
আপডেট : ০৬ মে, ২০১৯, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঝনদীতে তিনদিন পর অবশেষে বসলো পদ্মা সেতুর ১২তম স্প্যান

সাজিয়া আক্তার: ঘূর্ণিঝড় ফণীর কারণে ৩ দিন পিছিয়ে অবশেষে বসানো হলো পদ্মা সেতুর ১২তম স্প্যান। মাঝনদীতে ২০ ও ২১ নম্বর পিলারের ওপর এটি বসার পর দৃশ্যমান হলো ১৮শ মিটার সেতু। ধীরে ধীরে সেতুর কাজের অগ্রগতিতে খুশি দুপাড়ের মানুষ।

সোমবার (৬ মে) সকাল ৯টা। মাওয়ার ইয়ার্ডে ব্যাপক প্রস্তুতি। স্প্যানবাহী ক্রেন চলার পথে সব নৌযান সরিয়ে নেয় সেনাবাহিনী। এরপর নির্ধারিত পিলারের দিকে শুরু হয় যাত্রা।

মাওয়া প্রান্তে মূল নদীতে তীব্র স্রোতের সাথে পাল্লা দিয়ে চ্যানেলের মধ্যে প্রবেশের পর গতি পায় প্রায় ৪ হাজার মেট্রিক টন ওজন বহনে সক্ষম ক্রেনটি। দ্রুত এগুতে থাকে মাঝনদীতে অবস্থিত ২০ ও ২১ নম্বর পিলারের দিকে। পৌঁছে যায় ১ ঘণ্টার ব্যবধানে।

এরপর প্রায় আড়াই ঘণ্টার অপেক্ষা। দুইপাড়ে নোঙ্গর করা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে পিলারের ওপর টেনে আনা হয় স্প্যান, তোলা হয় মাঝনদীতে ৪ নম্বর মডিউলে।

প্রকল্প সংশ্লিষ্টদের আশাবাদ, সামনের দিনগুলোতে কাজে গতি আনা হবে। চলতি মাসে বসবে আরো একাধিক স্প্যান।

এ স্প্যানটি সাময়িকভাবে ২০ ও ২১ নম্বর পিলারের ওপর বসানো হলেও পরে এটি ২৪ ও ২৫ নম্বর পিলারের ওপর সরিয়ে নেয়া হবে।

পদ্মা সেতুতে আরও ২৯টি স্প্যান বসাতে হবে। এ স্প্যানগুলো একসাথে মাওয়া ইয়ার্ডে রাখতে না পারায় কিছু কিছু স্প্যান আপাতত নদীর ওপর বসিয়ে রাখা হচ্ছে। এ স্প্যানগুলোর নির্ধারিত পিলার তৈরি করা হলে পরে তা জায়গামত সরিয়ে নেয়া হবে। এভাবেই একটু একটু করে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ।সময় টিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়