শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৬ মে, ২০১৯, ১০:১৩ দুপুর
আপডেট : ০৬ মে, ২০১৯, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঝনদীতে তিনদিন পর অবশেষে বসলো পদ্মা সেতুর ১২তম স্প্যান

সাজিয়া আক্তার: ঘূর্ণিঝড় ফণীর কারণে ৩ দিন পিছিয়ে অবশেষে বসানো হলো পদ্মা সেতুর ১২তম স্প্যান। মাঝনদীতে ২০ ও ২১ নম্বর পিলারের ওপর এটি বসার পর দৃশ্যমান হলো ১৮শ মিটার সেতু। ধীরে ধীরে সেতুর কাজের অগ্রগতিতে খুশি দুপাড়ের মানুষ।

সোমবার (৬ মে) সকাল ৯টা। মাওয়ার ইয়ার্ডে ব্যাপক প্রস্তুতি। স্প্যানবাহী ক্রেন চলার পথে সব নৌযান সরিয়ে নেয় সেনাবাহিনী। এরপর নির্ধারিত পিলারের দিকে শুরু হয় যাত্রা।

মাওয়া প্রান্তে মূল নদীতে তীব্র স্রোতের সাথে পাল্লা দিয়ে চ্যানেলের মধ্যে প্রবেশের পর গতি পায় প্রায় ৪ হাজার মেট্রিক টন ওজন বহনে সক্ষম ক্রেনটি। দ্রুত এগুতে থাকে মাঝনদীতে অবস্থিত ২০ ও ২১ নম্বর পিলারের দিকে। পৌঁছে যায় ১ ঘণ্টার ব্যবধানে।

এরপর প্রায় আড়াই ঘণ্টার অপেক্ষা। দুইপাড়ে নোঙ্গর করা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে পিলারের ওপর টেনে আনা হয় স্প্যান, তোলা হয় মাঝনদীতে ৪ নম্বর মডিউলে।

প্রকল্প সংশ্লিষ্টদের আশাবাদ, সামনের দিনগুলোতে কাজে গতি আনা হবে। চলতি মাসে বসবে আরো একাধিক স্প্যান।

এ স্প্যানটি সাময়িকভাবে ২০ ও ২১ নম্বর পিলারের ওপর বসানো হলেও পরে এটি ২৪ ও ২৫ নম্বর পিলারের ওপর সরিয়ে নেয়া হবে।

পদ্মা সেতুতে আরও ২৯টি স্প্যান বসাতে হবে। এ স্প্যানগুলো একসাথে মাওয়া ইয়ার্ডে রাখতে না পারায় কিছু কিছু স্প্যান আপাতত নদীর ওপর বসিয়ে রাখা হচ্ছে। এ স্প্যানগুলোর নির্ধারিত পিলার তৈরি করা হলে পরে তা জায়গামত সরিয়ে নেয়া হবে। এভাবেই একটু একটু করে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ।সময় টিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়