ইউসুফ আলী বাচ্চুঃ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসকে গণমাধ্যম সপ্তাহে রূপান্তরিত করে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নামের এক সংগঠন ।
শুক্রবার (৩ মে) বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত র্যালি ও সমাবেশ থেকে এ দাবি জানান এ সংগঠনের নেতারা।
বক্তারা বলেন- দেশে অগণিত সপ্তাহ ও কিছু অপ্রয়োজনীয় দিবসও রয়েছে যা রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হয়। কিন্তু সাংবাদিকদের ৩ মে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস এটি রাষ্ট্রীয়ভাবে পালিত হয়না। বিশ্বের বিভিন্ন দেশে গণমাধ্যম দিবস রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হলেও ব্যতিক্রম শুধু বাংলাদেশে। ৩ মে গণমমাধ্যম দিবসকে মাঝে রেখে ১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহকে অবিলম্বে স্বীকৃতি দেয়ার জন্য সরকারের প্রতি জোরালো আহবান জানান বক্তারা।
এ বছর তৃতীয়বারের মত দেশে সাংবাদিকদের এই গণমাধ্যম সপ্তাহ উদযাপিত হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জেলা-উপজেলায় স্বত:স্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সাংবাদিকরা দিবসট উদযাপন করে যাচ্ছে। সপ্তাহটিকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে আগামী ২২ জুন কেন্দ্রীয় সমাবেশের ঘোষণা দেয়া হয়েছে। প্রতি বছরের ন্যায় ৭ তারিখে কেন্দ্রীয় সমাবেশ নির্ধারণ থাকলেও এ বছর রমজানের কারণে তারিখ পরিবর্তন করা হয়েছে বলে ফোরামের পক্ষ থেকে জানানো হয়। সরকার কর্তৃক সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা দ্রুত প্রণয়ন করে আইডি নম্বর প্রদান, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়নসহ সরকার এবং গণমাধ্যমের কাছে ১৪ দফা দাবি জানায় ।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলটের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, আইন উপদেষ্ট অ্যাডভোকেট কাওসার হোসাইন, আইন সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ আওলাদ হোসাইন, দফতর সম্পাদক পিনাকি দাস, মানবাধিকার সম্পাদক মোনালিসা মৌ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক রিতা আক্তার রিয়া, ঢাকা জেলার সাধারণ সম্পাদক উজ্জল ভূঁইয়াসহ প্রমুখ।