শিরোনাম
◈ তৃতীয় দেশ দু-একশ জনকে আশ্রয় দিয়ে রোহিঙ্গাদের মিয়ানমার ছাড়তে উৎসাহিত করছে: পররাষ্ট্র মন্ত্রী  ◈ ভ্যাট বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে: ওবায়দুল কাদের ◈ বর্জ্য ব্যবস্থাপনার সামান্য অর্থ বাঁচাতে গিয়ে দেশকে ধ্বংস করবেন না: প্রধানমন্ত্রী ◈ পাকিস্তানে বাস দুর্ঘটনায় একই পরিবারের ১৪ সদস্য নিহত ◈ ২১ মে ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ◈ ১১ বছর পর পঞ্চমবার এভারেস্ট জয় করলেন বাংলাদেশের বাবর আলী ◈ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ফের বাস্তুচ্যূত ৯ লাখ ফিলিস্তিনি ◈ আরাকান আর্মির শহর দখল, বাড়িঘর জ্বালিয়ে ফের রোহিঙ্গাদের বিতাড়ন ◈ জাবালিয়া শরণার্থী শিবির গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল, ২৪ ঘন্টায় নিহত ৮৩ ◈ সারাদেশে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

প্রকাশিত : ০৩ মে, ২০১৯, ০৭:০৪ সকাল
আপডেট : ০৩ মে, ২০১৯, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘রত্নগর্ভা মা-২০১৮’ সম্মাননা পাচ্ছেন সাংবাদিকের মা

ডেস্ক রিপোর্ট : 'রত্নগর্ভা মা-২০১৮' সম্মাননা পাচ্ছেন দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার অমরেশ রায়ের মা নির্মলা রাণী রায়। আজাদ প্রোডাক্টস্‌ প্রবর্তিত এই সম্মাননার জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন তিনিসহ দু'টি ক্যাটাগরিতে মোট ৩৫ জন মা। আগামী ১২ মে 'বিশ্ব মা দিবস'-এর দিনটিতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

মাত্র সপ্তম শ্রেণি পর্যন্ত প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়া নির্মলা রাণী রায় (৭১) স্বল্পশিক্ষিত হলেও তার ছয় ছেলেকেই উচ্চশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি স্বপ্রতিভায় বিকশিত ও স্ব স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে অসামান্য নিষ্ঠা ও ত্যাগ স্বীকার করেছেন। এই কারণেই তিনি অন্যদের সঙ্গে 'রত্নগর্ভা মা-২০১৮' এ ভূষিত হচ্ছেন বলে আজাদ প্রোডাক্টস্‌ কর্তৃপক্ষ জানিয়েছে।

নির্মলা রাণী রায়ের স্বামী প্রয়াত অর্দ্ধেন্দু শেখর রায় মুক্তিযোদ্ধা ও সমবায় অধিদফতরের উপ-নিবন্ধক (অবসরপ্রাপ্ত) ছিলেন। সাংবাদিক অমরেশ রায় ছাড়াও তার অন্য পাঁচ ছেলে হচ্ছেন ফরিদপুর জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিশেষ আদালতের এপিপি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট অনিমেষ রায়, সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল ফরিদপুরের অধ্যক্ষ অপরেশ রায়, ফরিদপুর জজকোর্টের এপিপি ও পল্লী প্রগতি সহায়ক সমিতি ফরিদপুরের আইন কর্মকর্তা অ্যাডভোকেট অলোকেশ রায়, দৈনিক টাকা টাইমস্‌-এর সহকারী সম্পাদক অশোকেশ রায় এবং দৈনিক জনকণ্ঠের ফরিদপুর জেলার নিজস্ব সংবাদদাতা ও কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অভিজিৎ রায়।

আগামী ১২ মে সকাল ১০টায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ. চৌধুরী সেন্টারে 'রত্নগর্ভা মা-২০১৮' অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান আয়োজিত হবে। ওই অনুষ্ঠানেই সব রত্মগর্ভা মাকে এই সম্মাননায় ভূষিত করা হবে।
সূত্র ; সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়