শিরোনাম
◈ পশ্চিমা নিষেধাজ্ঞার মানবিক খেসারত: পাঁচ দশকে ৩ কোটি ৮০ লাখ মানুষের মৃত্যু ◈ রাজধানীতে ঝটিকা মিছিল: আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যসহ ৮ নেতা-কর্মী গ্রেপ্তার ◈ ফের ফরিদপুরে মহাসড়ক অবরোধ, ২১ জেলার যান চলাচল বন্ধ ◈ থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ধনকুবের অনুতিন চার্নভিরাকুল ◈ ৮০'র দশ‌কে পা‌কিস্তানী ক্রিকেটার ইমরান খা‌নের প্রেমে ম‌জে‌ছি‌লেন ব‌লিউড অ‌ভি‌নেত্রী রেখা ◈ ভুয়া আর্থিক প্রণোদনা নিয়ে সতর্ক করল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ◈ ২৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে দ. আফ্রিকার রোমাঞ্চকর জয়  ◈ হার্টের অপারেশনের পরে প্রথম গণমাধ্যমের সামনে জামায়াত আমির, যা বললেন (ভিডিও) ◈ ফরিদপুরে প্রশাসনের আশ্বাসে অবশেষে অবরোধ তুলে নিল জনতা, যান চলাচল স্বাভাবিক ◈ গাছ থেকে উদ্ধার হলো ১০ ফুট দৈর্ঘ্যের অজগর

প্রকাশিত : ০১ মে, ২০১৯, ০৪:০৩ সকাল
আপডেট : ০১ মে, ২০১৯, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনাজপুরে ১ম পত্রের পরীক্ষায় ২য় পত্রের প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৭ জনকে অব্যাহতি

নিউজ ডেস্ক : দিনাজপুর শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় খানসামা পাকেরহাট সরকারি কলেজ কেন্দ্রে জীববিজ্ঞান ১ম পত্রের পরীক্ষায় ২য় পত্রের প্রশ্নপত্র বিলি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কেন্দ্রের সচিবসহ ৭জনকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে শিক্ষাবোর্ড। জীববিজ্ঞান ২য় পত্রের পরীক্ষার তারিখ ২ মে’র পরীবর্তে ১৩ মে করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে জীববিজ্ঞান ১ম পত্রের পরীক্ষায় ওই কেন্দ্রের দুটি কক্ষে ২য় পত্রের প্রশ্নপত্র দেওয়া হয়। পরীক্ষার্থীরা এ বিষয়ে অভিযোগ করলে প্রায় ১০ মিনিট পর সেগুলো ফেরত নিয়ে আবার ১ম পত্রের প্রশ্নপত্র দেওয়া হয়।

ঘটনাটি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জেনে বিকালে একটি প্রতিনিধি দল পাঠান বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু বকর সিদ্দিক। পরে ঘটনার সত্যতা পাওয়ায় কেন্দ্র সচিবসহ ৭জনকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব উল ইসলাম জানান, এই ঘটনায় কেন্দ্র সচিব ভাইস প্রিন্সিপাল উমাপদ অধিকারী, ট্যাগ কর্মকর্তা একাডেমিক সুপারভাইজার শরীফুল ইসলাম, প্রশ্ন সটিংয়ের দায়িত্বে নিয়োজিত শিক্ষক রফিকুল ইসলামসহ ২ টি কক্ষের ৪ জন কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই কেন্দ্রের কেন্দ্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে রসায়ন বিভাগের অধ্যাপক মহিউদ্দিনকে আর ট্যাগ কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানাকে।

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু বকর সিদ্দিক জানান, দায়িত্বে অবহেলায় ৭ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এছাড়া আগামী ২ মে জীববিজ্ঞান ২য় পত্রের পরীক্ষার তারিখ পিছিয়ে ১৩ মে নির্ধারণ করা হয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে কেন্দ্র সচিব উমাপদ অধিকারী কোনও তথ্য জানাতে অস্বীকৃতি প্রকাশ করেছেন। বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়