শিরোনাম
◈ খাগড়াছড়িতে মারমা কিশোরীকে ‘ধর্ষণের আলামত মেলেনি’: চিকিৎসক ◈ সংকটে থাকা পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণ: গ্রাহকের টাকা কতটা নিরাপদ? ◈ প্রস্তাবিত নতুন ২ বিভাগে যেসব জেলা থাকছে ◈ ইউনুস স্যার যদি ওইখানে বসে স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা করেন তাহলে স্যারেরও পতন আসন্ন: নাসিরুদ্দিন পাটোয়ারী (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব: রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন ◈ বাম দলগুলোর নির্বাচনী জোট গঠন জোরদার হচ্ছে ◈ অবশেষে খোঁজ মিলেছে ডিবি হারুনের! টেক্সাসের উডল্যান্ডে কী করছেন ডিবি হারুন? (ভিডিও) ◈ বিদেশি কর্মীদের ‘নিরাপত্তা ছাড়পত্র’ প্রক্রিয়া এখন সম্পূর্ণ ডিজিটাল ◈ ব্যাংক হিসাব জব্দ করা সবসময় সঠিক পদক্ষেপ নয়: ফরাসউদ্দিন ◈ আশ্বাসের পরিবর্তে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আরাকান আর্মিকে সক্রিয় হতে হবে

প্রকাশিত : ০১ মে, ২০১৯, ১২:৪৩ দুপুর
আপডেট : ০১ মে, ২০১৯, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাশরাফি ইস্যুতে ডা. আবদুন নূর তুষারকে ফেসবুকে তুলোধুনা

জাবের হোসেন : নড়াইল সদর হাসপাতালে মাশরাফি বিন মুর্তজার ঝটিকা অভিযান নিয়ে ডা. আবদুন নূর তুষারের ফেসবুক স্ট্যাটাস সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার সম্মুখীন হচ্ছে। সময় টিভি

২৫ এপ্রিল নড়াইল আধুনিক সদর হাসপাতালে ঝটিকা অভিযানে যান ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফি। সেখানে চার চিকিৎসককে কর্মস্থলে পাননি। এরপর গেল সোমবার তাদের সাময়িক বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু মাশরাফির অনুরোধে তাদের দায়িত্বে বহাল রাখা হয়েছে।

এ ঘটনা নিয়ে টিভি উপস্থাপক ডা. আবদুন নূর তুষার মাশরাফির সমালোচনা করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন- মেরুদওহীন চিকিৎসক সমাজকে ওএসডি করা যত সহজ, রোগীর জন্য সেবা নিশ্চিত করা তত সহজ নয়।

সেই পোস্টে ডা. তুষার বিভিন্ন হাসপাতালে চিকিৎসক, যন্ত্রাংশ সংকটসহ চিকিৎসকদের নানা সমস্যার কথা তুলে ধরে ম্যাশকে এ নিয়ে সংসদে প্রশ্ন করার পরামর্শ দেন।

তুষারের ওই বক্তব্যের পর সামাজিক মাধ্যমে তাকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হচ্ছে।

আমিরুল হক নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন- তুষার সাহেব, আগে সরেজমিন হাসপাতালগুলোতে গিয়ে অবস্থা পর্যবেক্ষণ করুন, তারপর মাশরাফিকে প্রশ্ন করুন। সরকারি হাসপাতালে নার্সদের টাকা না দিলে হাতের স্যালাইনটাও খোলে না। আপনি তো পেশাদার দালাল।

রণজিৎ দে নামের অপর এক ব্যক্তি লিখেছেন, পর্যাপ্ত জিনিসপত্র থাকবে না বলেই কি ডাক্তাররা তাদের কর্তব্যে অবহেলা করবেন?
ফিরোজ প্রধান নামের আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, বুঝলাম অনেক কিছুই নেই, তাই বলে আপনারা কাজে ফাঁকি দেবেন! রোগীরা আর যাই হোক ডাক্তারকে কাছে পেলেই সান্তনা খুঁজে পান। সেটা দিতে ব্যর্থ হয়েও তুষার সাহেবের মতো ডাক্তাররা নির্লজ্জভাবে ডাক্তারের পক্ষালম্বন করলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়