শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৯, ০৫:৩৮ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৯, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএল মিশন শেষে ঢাকায় সাকিব

ডেস্ক রিপোর্ট  : আইপিএল মিশন শেষে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ টেস্ট ও টি-টুয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ সময় ৪.৩০ মিনিটে ঢাকায় পা রাখেন তিনি। আয়ারল্যান্ড সিরিজ ও বিশ্বকাপকে সামনে রেখে গত ২২ এপ্রিল জাতীয় দলের ক্যাম্প শুরু হয়। ক্যাম্পের প্রথম দিন থেকেই সাকিবকে দলের সাথে অনুশীলন করার জন্য চিঠি পাঠায় বিসিবি।

কিন্তু হায়দ্রাবাদের হয়ে খেলার সুযোগ সৃষ্টি হওয়ায় আরও এক সপ্তাহ দলের সাথে ছিলেন তিনি। ক্যাম্পে যোগ না দিয়ে আইপিএলের জন্য ভারতে থেকে যাওয়ার ব্যাখ্যায় জাতীয় দলের প্রধান কোচ স্টিভ রোডস বলেছিলেন,

‘আমি আশা করছিলাম সাকিব ভারতেই থাকুক এবং দুই একটা ম্যাচ খেলুক। আমি একটু চিন্তায় ছিলাম, তাঁর অনুশীলন নিয়ে। কিন্তু সে অনুশীলনের সুযোগ পাচ্ছে। আমি তাঁকে টিভিতে দেখেছি, তাঁকে মেসেজও পাঠিয়েছি।

'তাঁকে যথেষ্ট ফিটও মনে হয়েছে। ফিল্ডিংয়ে তাঁকে যথেষ্ট দ্রুত মনে হয়েছে। আমি সন্তুষ্ট। আমি আশা করি ওরা তাঁকে আরও দুই এক ম্যাচ খেলার সুযোগ দিবে। বিশ্বের সেরা অলরাউন্ডারেও কিছু ম্যাচ খেলা দরকার পড়ে।‘

এবারের আইপিএলে তিন ম্যাচ খেলার সুযোগ পান পেয়েছিলেন সাকিব আল হাসান।গত ২৪ মার্চ আইপিএলে প্রথম ম্যাচ খেলেছিলেন সাকিব। এরপর এক মাস পর ২৩ এপ্রিল হায়দ্রাবাদ ও চেন্নাই এর ম্যাচ দিয়ে ক্রিকেটে ফিরেছেন তিনি। এরপর ২৭ এপ্রিল রাজস্থানের বিপক্ষে এবারের আইপিএলের শেষ ম্যাচ খেলেন সাকিব।

তিন ম্যাচ খেলে দুই উইকেটের দেখা পেয়েছেন তিনি। এক ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে ৯ রান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়