শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৯, ০৫:৩৮ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৯, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএল মিশন শেষে ঢাকায় সাকিব

ডেস্ক রিপোর্ট  : আইপিএল মিশন শেষে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ টেস্ট ও টি-টুয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ সময় ৪.৩০ মিনিটে ঢাকায় পা রাখেন তিনি। আয়ারল্যান্ড সিরিজ ও বিশ্বকাপকে সামনে রেখে গত ২২ এপ্রিল জাতীয় দলের ক্যাম্প শুরু হয়। ক্যাম্পের প্রথম দিন থেকেই সাকিবকে দলের সাথে অনুশীলন করার জন্য চিঠি পাঠায় বিসিবি।

কিন্তু হায়দ্রাবাদের হয়ে খেলার সুযোগ সৃষ্টি হওয়ায় আরও এক সপ্তাহ দলের সাথে ছিলেন তিনি। ক্যাম্পে যোগ না দিয়ে আইপিএলের জন্য ভারতে থেকে যাওয়ার ব্যাখ্যায় জাতীয় দলের প্রধান কোচ স্টিভ রোডস বলেছিলেন,

‘আমি আশা করছিলাম সাকিব ভারতেই থাকুক এবং দুই একটা ম্যাচ খেলুক। আমি একটু চিন্তায় ছিলাম, তাঁর অনুশীলন নিয়ে। কিন্তু সে অনুশীলনের সুযোগ পাচ্ছে। আমি তাঁকে টিভিতে দেখেছি, তাঁকে মেসেজও পাঠিয়েছি।

'তাঁকে যথেষ্ট ফিটও মনে হয়েছে। ফিল্ডিংয়ে তাঁকে যথেষ্ট দ্রুত মনে হয়েছে। আমি সন্তুষ্ট। আমি আশা করি ওরা তাঁকে আরও দুই এক ম্যাচ খেলার সুযোগ দিবে। বিশ্বের সেরা অলরাউন্ডারেও কিছু ম্যাচ খেলা দরকার পড়ে।‘

এবারের আইপিএলে তিন ম্যাচ খেলার সুযোগ পান পেয়েছিলেন সাকিব আল হাসান।গত ২৪ মার্চ আইপিএলে প্রথম ম্যাচ খেলেছিলেন সাকিব। এরপর এক মাস পর ২৩ এপ্রিল হায়দ্রাবাদ ও চেন্নাই এর ম্যাচ দিয়ে ক্রিকেটে ফিরেছেন তিনি। এরপর ২৭ এপ্রিল রাজস্থানের বিপক্ষে এবারের আইপিএলের শেষ ম্যাচ খেলেন সাকিব।

তিন ম্যাচ খেলে দুই উইকেটের দেখা পেয়েছেন তিনি। এক ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে ৯ রান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়