শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৯, ০৫:৩৮ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৯, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএল মিশন শেষে ঢাকায় সাকিব

ডেস্ক রিপোর্ট  : আইপিএল মিশন শেষে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ টেস্ট ও টি-টুয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ সময় ৪.৩০ মিনিটে ঢাকায় পা রাখেন তিনি। আয়ারল্যান্ড সিরিজ ও বিশ্বকাপকে সামনে রেখে গত ২২ এপ্রিল জাতীয় দলের ক্যাম্প শুরু হয়। ক্যাম্পের প্রথম দিন থেকেই সাকিবকে দলের সাথে অনুশীলন করার জন্য চিঠি পাঠায় বিসিবি।

কিন্তু হায়দ্রাবাদের হয়ে খেলার সুযোগ সৃষ্টি হওয়ায় আরও এক সপ্তাহ দলের সাথে ছিলেন তিনি। ক্যাম্পে যোগ না দিয়ে আইপিএলের জন্য ভারতে থেকে যাওয়ার ব্যাখ্যায় জাতীয় দলের প্রধান কোচ স্টিভ রোডস বলেছিলেন,

‘আমি আশা করছিলাম সাকিব ভারতেই থাকুক এবং দুই একটা ম্যাচ খেলুক। আমি একটু চিন্তায় ছিলাম, তাঁর অনুশীলন নিয়ে। কিন্তু সে অনুশীলনের সুযোগ পাচ্ছে। আমি তাঁকে টিভিতে দেখেছি, তাঁকে মেসেজও পাঠিয়েছি।

'তাঁকে যথেষ্ট ফিটও মনে হয়েছে। ফিল্ডিংয়ে তাঁকে যথেষ্ট দ্রুত মনে হয়েছে। আমি সন্তুষ্ট। আমি আশা করি ওরা তাঁকে আরও দুই এক ম্যাচ খেলার সুযোগ দিবে। বিশ্বের সেরা অলরাউন্ডারেও কিছু ম্যাচ খেলা দরকার পড়ে।‘

এবারের আইপিএলে তিন ম্যাচ খেলার সুযোগ পান পেয়েছিলেন সাকিব আল হাসান।গত ২৪ মার্চ আইপিএলে প্রথম ম্যাচ খেলেছিলেন সাকিব। এরপর এক মাস পর ২৩ এপ্রিল হায়দ্রাবাদ ও চেন্নাই এর ম্যাচ দিয়ে ক্রিকেটে ফিরেছেন তিনি। এরপর ২৭ এপ্রিল রাজস্থানের বিপক্ষে এবারের আইপিএলের শেষ ম্যাচ খেলেন সাকিব।

তিন ম্যাচ খেলে দুই উইকেটের দেখা পেয়েছেন তিনি। এক ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে ৯ রান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়