শিরোনাম
◈ এমপিদের পেনশন, গাড়ি কেনা নিয়ে ক্ষেপল এশিয়ার আরেক দেশের জেন-জি ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৯, ০২:৪১ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৯, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমলগঞ্জে কাল বৈশাখী ঝড়ে শতাধিক ঘর বিধ্বস্ত, ট্রেন চলাচল বন্ধ

সাদিকুর রহমান সামু,কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকেঃ মৌলভীবাজারের কমলগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া রোববার দুপুরে ১০ মিনিটের কাল বৈশাখী ঝড়ে উপজেলার পতনউষার ও শমশেরনগর ইউনিয়ন লন্ডভন্ড করে দিয়েছে। ঝড়ে এ দুটি ইউনিয়নের প্রায় দুই শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কমলগঞ্জ পৌরসভা ও মুন্সিবাজার ইউনিয়নের বহু ঘরবাড়ি।

প্রচন্ড বেগে বয়ে যাওয়া এ কালবৈশাখী ঝড়ে রেল লাইনের উপর গাছ উপড়ে ও ভেঙ্গে পড়ায় সিলেটের সাথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময় ঢাকা গামী আন্তঃনগর পারাবত ট্রেন কুলাউড়া ও সিলেটগামী পাহাড়িকা শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়ে। পরে রেলওয়ে শ্রমিকরা রেল লাইনের উপর থেকে গাছ কেটে সরিয়ে নেওয়ার প্রায় আড়াই ঘন্টা পর সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে রেলওয়ের শ্রীমঙ্গল জোনের উপসহকারী প্রকৌশলী মনির হোসেন জানান। ঝড়ে গাছপালা ভেঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির ১১ কেভির সঞ্চালন লাইনের উপর পড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড করায় সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত কমলগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঝড়ের সাথে ছিল বিকট শব্দের বজ্রপাত। এতে উপজেলাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পতনউষার ইউনিয়নে পতনউষার, শ্রীরামপুর,চন্দ্রপুর, ধোপাটিলা, রসুলপুর,বৃন্দাবনপুর, দক্ষিনপল্কীসহ ১০টি গ্রাম। ঝড়ে বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে উড়ে গেছে কমলগঞ্জ আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের আধাপাকা একাডেমিক ভবনের চাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়