শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৯, ০২:৪১ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৯, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমলগঞ্জে কাল বৈশাখী ঝড়ে শতাধিক ঘর বিধ্বস্ত, ট্রেন চলাচল বন্ধ

সাদিকুর রহমান সামু,কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকেঃ মৌলভীবাজারের কমলগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া রোববার দুপুরে ১০ মিনিটের কাল বৈশাখী ঝড়ে উপজেলার পতনউষার ও শমশেরনগর ইউনিয়ন লন্ডভন্ড করে দিয়েছে। ঝড়ে এ দুটি ইউনিয়নের প্রায় দুই শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কমলগঞ্জ পৌরসভা ও মুন্সিবাজার ইউনিয়নের বহু ঘরবাড়ি।

প্রচন্ড বেগে বয়ে যাওয়া এ কালবৈশাখী ঝড়ে রেল লাইনের উপর গাছ উপড়ে ও ভেঙ্গে পড়ায় সিলেটের সাথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময় ঢাকা গামী আন্তঃনগর পারাবত ট্রেন কুলাউড়া ও সিলেটগামী পাহাড়িকা শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়ে। পরে রেলওয়ে শ্রমিকরা রেল লাইনের উপর থেকে গাছ কেটে সরিয়ে নেওয়ার প্রায় আড়াই ঘন্টা পর সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে রেলওয়ের শ্রীমঙ্গল জোনের উপসহকারী প্রকৌশলী মনির হোসেন জানান। ঝড়ে গাছপালা ভেঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির ১১ কেভির সঞ্চালন লাইনের উপর পড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড করায় সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত কমলগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঝড়ের সাথে ছিল বিকট শব্দের বজ্রপাত। এতে উপজেলাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পতনউষার ইউনিয়নে পতনউষার, শ্রীরামপুর,চন্দ্রপুর, ধোপাটিলা, রসুলপুর,বৃন্দাবনপুর, দক্ষিনপল্কীসহ ১০টি গ্রাম। ঝড়ে বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে উড়ে গেছে কমলগঞ্জ আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের আধাপাকা একাডেমিক ভবনের চাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়