শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৯, ০৬:১০ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৯, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম ছবিতেই সরকারী অনুদান পেলেন মীর সাব্বির

আবু সুফিয়ান রতন : নাটকের জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। পাশাপাশি নাট্য পরিচালকও তিনি। এ পর্যন্ত প্রায় অর্ধশতাধিক খন্ড নাটক নির্মাণ করেছেন তিনি। পাশাপাশি ‘মকবুল’, ‘নোয়াশাল’, ‘মালেক হতে সাবধান’ নামের তিনটি ধারাবাহিক নাটকেরও নির্মাতা তিনি। এবার আসছেন সিনেমা নির্মাণে। তার নতুন সিনেমার নাম ‘রাত জাগা ফুল’।

এর আগে আমাদের সময়.কম’র সঙ্গে আলাপে মীর সাব্বির জানিয়েছিলেন প্রায় চার বছর ধরে সিনেমার জন্য গল্প রেডি করছেন তিনি। রেডিও হয়ে গেছে গল্প ও চিত্রনাট্য। এখন কেবল সময়ের জন্য অপেক্ষা করছেন তিনি।

আজ শুক্রবার জানালেন সে সময় এসে গেছে এ অভিনেতার। তার স্বপ্নের প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য এগিয়ে এসেছেন দেশের সরকার। কারণ ২০১৮-২০১৯ বছরে ছবি নির্মাণের সরকারী অনুদান পেলেন তিনি।

প্রথম ছবিতেই সরকারী অনুদান। কেমন লাগছে? জানতে চাইলে এ প্রতিবেদককে মীর সাব্বির বলেন, এটা আমার জন্য অবশ্যই পরম পাওয়া। সকারের কাছে আমি কৃতজ্ঞ। তথ্যমন্ত্রণালয়কে ধন্যবাদ। তারা আমার গল্পকে সিনেমায় রুপ দিতে সহায়তা করছেন। আশা করি শিগগিরই ‘রাত জাগা ফুল’ নির্মাণ শুরু করতে পারবো।

মীর সাব্বিরের চলচ্চিত্রের প্রধান চরিত্রের নাম ‘রইস’। চরিত্রতে কে অভিনয় করছেন? প্রশ্ন রাখলে এ অভিনেতা বলেন, এখনও ঠিক হয়নি।

‘রাত জাগা ফুল’ এর কাহিনী, সংলাপ,চিত্রনাট্য করেছেন মীর সাব্বির নিজেই। এটি তার স্বপ্নের গল্প বলেই জানান সমকালকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়