শিরোনাম
◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প ◈ মব–গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ, বেড়েছে অজ্ঞাতনামা লাশ: এমএসএফের প্রতিবেদন ◈ মাসব্যাপী বাণিজ্য মেলায় বিক্রি ৩৯৩ কোটি টাকা ◈ আর্থিক ধসের মুখে জাতিসংঘ, সদস্য দেশগুলোকে গুতেরেসের জরুরি চিঠি ◈ পরবর্তী প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের স্থান চূড়ান্ত, কাজ শুরু শিগগির ◈ জাইমা রহমানকে সামনে এনে কী বার্তা দিচ্ছে বিএনপি ◈ এ মৌসুমের জন্য শেষ হলো পর্যটকদের সেন্টমার্টিন যাত্রা, ফের ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা ◈ নির্বাচন ঘিরে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম ◈ ১২ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা না হলেই বুঝবো অসৎ কোনো উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস 

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৯, ০৬:১০ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৯, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম ছবিতেই সরকারী অনুদান পেলেন মীর সাব্বির

আবু সুফিয়ান রতন : নাটকের জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। পাশাপাশি নাট্য পরিচালকও তিনি। এ পর্যন্ত প্রায় অর্ধশতাধিক খন্ড নাটক নির্মাণ করেছেন তিনি। পাশাপাশি ‘মকবুল’, ‘নোয়াশাল’, ‘মালেক হতে সাবধান’ নামের তিনটি ধারাবাহিক নাটকেরও নির্মাতা তিনি। এবার আসছেন সিনেমা নির্মাণে। তার নতুন সিনেমার নাম ‘রাত জাগা ফুল’।

এর আগে আমাদের সময়.কম’র সঙ্গে আলাপে মীর সাব্বির জানিয়েছিলেন প্রায় চার বছর ধরে সিনেমার জন্য গল্প রেডি করছেন তিনি। রেডিও হয়ে গেছে গল্প ও চিত্রনাট্য। এখন কেবল সময়ের জন্য অপেক্ষা করছেন তিনি।

আজ শুক্রবার জানালেন সে সময় এসে গেছে এ অভিনেতার। তার স্বপ্নের প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য এগিয়ে এসেছেন দেশের সরকার। কারণ ২০১৮-২০১৯ বছরে ছবি নির্মাণের সরকারী অনুদান পেলেন তিনি।

প্রথম ছবিতেই সরকারী অনুদান। কেমন লাগছে? জানতে চাইলে এ প্রতিবেদককে মীর সাব্বির বলেন, এটা আমার জন্য অবশ্যই পরম পাওয়া। সকারের কাছে আমি কৃতজ্ঞ। তথ্যমন্ত্রণালয়কে ধন্যবাদ। তারা আমার গল্পকে সিনেমায় রুপ দিতে সহায়তা করছেন। আশা করি শিগগিরই ‘রাত জাগা ফুল’ নির্মাণ শুরু করতে পারবো।

মীর সাব্বিরের চলচ্চিত্রের প্রধান চরিত্রের নাম ‘রইস’। চরিত্রতে কে অভিনয় করছেন? প্রশ্ন রাখলে এ অভিনেতা বলেন, এখনও ঠিক হয়নি।

‘রাত জাগা ফুল’ এর কাহিনী, সংলাপ,চিত্রনাট্য করেছেন মীর সাব্বির নিজেই। এটি তার স্বপ্নের গল্প বলেই জানান সমকালকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়