শিরোনাম
◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ◈ নির্বাচনের আগে ঘুরে দাঁড়ালো অর্থনীতি, প্রশংসিত ড. ইউনূসের নেতৃত্ব ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ক্ষমতায় টিকে থাকার মাস্টারপ্ল্যান ছিল: তদন্ত কমিটির প্রতিবেদনে বিচারপতি শামীম ◈ বা‌র্সেলেনার কা‌ছে শি‌রোপা হারা‌নোর পর সুপার কাপকে কম গুরুত্বপূর্ণ বললেন রিয়াল মা‌দ্রিদ কোচ ◈ প্রাক-নির্বাচনী জরিপে জামায়াতের চেয়ে ১.১% এগিয়ে বিএনপি

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৯, ০৯:০০ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৯, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিপিএ ৫ পাইয়ে দেয়ার নামে প্রতারণা শতাধিক ফেইসবুক পেইজ আইডি চিহ্নিত

হ্যাপি আক্তার : এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাইয়ে দেয়ার নামে প্রতারণায় নেমেছে বেশ কয়েকটি চক্র। ফল পরিবর্তনের নানা বিজ্ঞাপন দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন জালিয়াতির সাথে জড়িত শতাধিক ফেইসবুক পেইজ এবং আইডি চিহ্নিত করা হয়েছে। ইনডিপেনডেন্ট টেলিভিশন।

গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয় এসএসসি পরীক্ষা। ফল প্রকাশ হবে মে মাসে। এখন চলছে এইচএসসি পরীক্ষা। এই দুই পরীক্ষার ফল পরিবর্তনের নামে প্রতারণায় নেমেছে কয়েকটি প্রতারক চক্র। তারা জিপিএ ৫ পাইয়ে দেয়ার বিজ্ঞাপন দিচ্ছে সামিজিক যোগাযোগ মাধ্যমে। বিকাশে টাকা পাঠিয়ে দিলেই ফল পরিবর্তন করে দেয়া হবে। এমন প্রতারণায় সক্রিয় এসএসসি-এইচএসসি কোয়েশ্চেন আউট নামক এই ফেইসবুক পেইজ।

আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক জিয়াউল হক বলেন, পরীক্ষা ফল পরিবর্তনের ক্ষমতা কারও নেই। এগুলো গুজব। আমরা এদের চিহ্নিত করছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি সহযোগী অধ্যাপক মইনুল হোসেন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ গুজব ছড়ালে সাথে সাথে আইডি ধরে যাতে চিহ্নিত করা যায়, সেই ব্যবস্থা থাকতে হবে। সেই সাথে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে।

অভিভাবকরা বলছেন, এ ধরনের গুজবে শিক্ষার্থীদের মনোবল নষ্ট হয়। গুজব যাতে না ছড়াতে পারে সে জন্য কার্যকর ব্যবস্থা নেয়া দাবি জানাচ্ছেন তারা। সম্পাদনা : জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়