হ্যাপি আক্তার : এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাইয়ে দেয়ার নামে প্রতারণায় নেমেছে বেশ কয়েকটি চক্র। ফল পরিবর্তনের নানা বিজ্ঞাপন দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন জালিয়াতির সাথে জড়িত শতাধিক ফেইসবুক পেইজ এবং আইডি চিহ্নিত করা হয়েছে। ইনডিপেনডেন্ট টেলিভিশন।
গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয় এসএসসি পরীক্ষা। ফল প্রকাশ হবে মে মাসে। এখন চলছে এইচএসসি পরীক্ষা। এই দুই পরীক্ষার ফল পরিবর্তনের নামে প্রতারণায় নেমেছে কয়েকটি প্রতারক চক্র। তারা জিপিএ ৫ পাইয়ে দেয়ার বিজ্ঞাপন দিচ্ছে সামিজিক যোগাযোগ মাধ্যমে। বিকাশে টাকা পাঠিয়ে দিলেই ফল পরিবর্তন করে দেয়া হবে। এমন প্রতারণায় সক্রিয় এসএসসি-এইচএসসি কোয়েশ্চেন আউট নামক এই ফেইসবুক পেইজ।
আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক জিয়াউল হক বলেন, পরীক্ষা ফল পরিবর্তনের ক্ষমতা কারও নেই। এগুলো গুজব। আমরা এদের চিহ্নিত করছি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি সহযোগী অধ্যাপক মইনুল হোসেন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ গুজব ছড়ালে সাথে সাথে আইডি ধরে যাতে চিহ্নিত করা যায়, সেই ব্যবস্থা থাকতে হবে। সেই সাথে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে।
অভিভাবকরা বলছেন, এ ধরনের গুজবে শিক্ষার্থীদের মনোবল নষ্ট হয়। গুজব যাতে না ছড়াতে পারে সে জন্য কার্যকর ব্যবস্থা নেয়া দাবি জানাচ্ছেন তারা। সম্পাদনা : জামাল