শিরোনাম
◈ হালান্ডের রেকর্ড, বরু‌শিয়া ডর্টমুন্ডকে ৪-১ গো‌লে হারা‌লো ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ ভার‌তের আদা‌নি গোষ্ঠী বিরোধ নিয়ে সালিশিতে যেতে চায়, আ‌লোচনা শেষ হয়‌নি ব‌লে যা‌বে না  বাংলাদেশ ◈ তিন তিনবার পিছিয়ে পড়েও ড্র ক‌রে ফির‌লো বার্সেলোনা ◈ বিশ্বমানের বন্দরের পথে চট্টগ্রাম: নতুন অবকাঠামো ও টার্মিনালসহ ক্ষমতা বাড়ছে চার গুণ ◈ যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম বিচারপতি হয়েছেন সোমা সাইদ ◈ ভারতের সেভেন সিস্টার্সকে সিঙ্গাপুর বানানোর ঘোষণা দিলেন মুকেশ আম্বানি ◈ জোট রাজনীতির সমীকরণে স্থগিত ৬৩ আসন, বিএনপি’র প্রার্থী তালিকা নিয়ে কৌতূহল ◈ সৌদি আরবে অনুমতি ছাড়া সভা-সমাবেশে কড়াকড়ি: প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস ◈ মেক্সিকোর প্রেসিডেন্টকে শেইনবাউমকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা, ভিডিও ভাইরাল ◈ যেভাবে গু লি করা হয় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে (ভিডিও)

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৯, ০৯:১৭ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৯, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সহজভাবে কোরআন পড়তে মাসজিদুল হারামের নতুন অ্যাপ চালু

ডেস্ক রিপোর্ট : আসন্ন রমজান উপলক্ষে পবিত্র বাইতুল্লাহ এবং মদিনার মসজিদে নববীতে চলছে বিশেষ প্রস্তুতি। রমজানে মুসল্লিদের কোরআন তিলাওয়াত সহজ করতে এবার বিশেষ অ্যাপ চালু করেছে হারামাইন কর্তৃপক্ষ। প্রযুক্তির সহায়তায় সহজভাবে কোরআন পড়া ও বোঝা আরও সহজ করবে নতুন এ অ্যাপসটি।

‘মাসহাফুল হারামাইন’ নামে এ অ্যাপসটির মাধ্যমে পড়ার পাশাপাশি কোরআনের তাফসির ও আনুষঙ্গিক বিষয়গুলো জানা যাবে।

বুধবার হারামাইন শরিফের কার্যপরিচালনা পরিষদের মহাপরিচালক ড. শায়খ আবদুর রহমান আস-সুদাইস আনুষ্ঠানিকভাবে অ্যাপটি (এআর) উদ্বোধন করেন।

পবিত্র এ দুই মসজিদের প্রেসিডেন্সি বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

মাসজিদুল হারামের এ অ্যাপসটি পবিত্র কোরআনের প্রথম অগমেন্টেড রিয়েলিটি (এআর) হিসেবে বিবেচিত হচ্ছে।

অ্যাপসটিতে দেখে দেখে কোরআন তিলাওয়াতের সময় ক্যামেরার মাধ্যমে বাদশাহ ফাহাদ ফাউন্ডেশনের প্রকাশিত কোরআনের কপি ও পৃষ্ঠা নম্বর দেখা যাবে। পাশাপাশি প্রতিটি আয়াতের সহজ ও সংক্ষিপ্ত ব্যাখ্যাও প্রদর্শিত হবে। এর সঙ্গে কোরআনের শাব্দিক অর্থের জন্য একটি সহজ বইও সংযুক্ত করা আছে অ্যাপসটিতে।

ভিশন-২০৩০ সামনে রেখে সৌদি সরকার হারামাইন শরিফের ব্যাপক উন্নয়নমূলক কাজ করছে। সৌদি বাদশাহ ও হারামাইন শরিফাইন পরিচালনা পর্ষদের একান্ত আগ্রহে বানানো এ অ্যাপটির চমৎকার একটি দিক হচ্ছে, পাঠক শায়খ আবদুর রহমান আস-সুদাইসের কণ্ঠে তারতিলের সঙ্গে কোরআন তিলাওয়াত শুনতে পাবেন।
সূত্র : যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়