শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৯, ১২:০০ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৯, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের ‘সবচেয়ে ধনী’ প্রার্থী গম্ভীরের নির্বাচনী অভিযান শুরু

স্পোর্টস ডেস্ক : গৌতম গম্ভীর রাজনীতি করছেন, এ খবর পুরোনো। যোগ দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে। পূর্ব দিল্লির একটি আসন থেকে বিজেপি তাকে দিয়েছে লোকসভা নির্বাচনে লড়ার টিকিট। নির্বাচন কমিশনে সম্পদের যে হিসাব জমা দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে রাজধানী শহরের সব আসনে যতজন প্রার্থী আছেন, তাদের মধ্যে গম্ভীর সবচেয়ে ধনী।

গত মাসে যখন আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়ে রাজনীতিতে নাম লেখালেন গৌতম গম্ভীর, তখনই বোঝা গিয়েছিল, বিজেপির হয়ে এবার লোকসভা নির্বাচনে দাঁড়াচ্ছেন তিনি। সেই ধারণাকে সত্যি প্রমাণ করে গতকাল বিজেপি ঘোষণা দিয়েছে, পূর্ব দিল্লি থেকে বিজেপির হয়ে লোকসভা নির্বাচনে লড়ছেন তিনি। নির্বাচন কমিশনকে দেওয়া হিসাবে গম্ভীর উল্লেখ করেছেন, তার সম্পত্তির পরিমাণ প্রায় ১৪৭ কোটি রুপি, যা দিল্লির যেকোনো প্রার্থীর চেয়ে বেশি।

বহুদিন ধরেই রাজনীতি নিয়ে নিজের মত প্রকাশ করে আসছেন সাবেক ক্রিকেট তারকা গৌতম গম্ভীর। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রতি তাঁর পক্ষপাত নতুন নয়। বিজেপিও ঠিক নির্বাচনের আগ দিয়ে গম্ভীরের জনপ্রিয়তা কাজে লাগাতে চাইল। দলে ভেড়াল তাঁকে। তখনই জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছিল, দিল্লির একটি আসন থেকে নির্বাচন করবেন সাবেক এই ক্রিকেট তারকা। গতকাল পূর্ব দিল্লির একটি আসনে মনোনয়ন পেয়েছেন। মুখোমুখি হয়েছেন আম-আদমি পার্টির অতিশী মারলেনা ও কংগ্রেসের অরবিন্দর সিং লাভলির। কিন্তু তার সম্পদের হিসাবই জন্ম দিয়েছে আলোচনার।

ভারতের নিভর্রযোগ্য ওপেনার ছিলেন। ২০১১ সালে জিতেছেন বিশ্বকাপ। আইপিএলে খেলেছেন দিল্লি ডেয়ারডেভিলস, কলকাতা নাইট রাইডার্সের মতো দলের হয়ে। এখন আইপিএলের বিভিন্ন ম্যাচে ধারাভাষ্য দেন। সাবেক ক্রিকেট তারকা হিসেবে এ পরিমাণ সম্পদের মালিক হওয়াটা খুব অস্বাভাবিক নয়। তাঁর মোট সম্পদের পরিমাণ ১৪৭ কোটি রুপি। গাড়ি পাঁচটি। আছে একটি মোটরবাইকও। স্ত্রীর সম্পদ অবশ্য গম্ভীরের চেয়ে কম। মাত্র ছয় লাখ রুপি। দিল্লির বিভিন্ন আসনে বিভিন্ন দলের হয়ে দাঁড়ানো মোট ৩৪৯ প্রার্থীর কারওর এত সম্পদ নেই। প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়