শিরোনাম
◈ রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি ◈ রাইসির হেলিকপ্টারের অবস্থান শনাক্ত, উদ্ধারে সহযোগিতা করবে বিভিন্ন দেশ ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম, ভ‌রি এক লাখ ১৯ হাজার ৫শ টাকা ◈ রাইসির মৃত্যু হলে দায়িত্ব পাবেন ভাইস প্রেসিডেন্ট, ৫০ দিনের মধ্যে নির্বাচন ◈ পুলিশকে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে: আইজিপি ◈ ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার  ◈ বিএনপির নেতাকর্মীদের কারাগারে পাঠানো সরকারের প্রধান কর্মসূচি: মির্জা ফখরুল ◈ উপজেলায় ভোট কম পড়ার বড় কারণ বিএনপির ভোট বর্জন: ইসি আলমগীর  ◈ আত্মহত্যা করা জবির সেই অবন্তিকা সিজিপিএ ৩.৬৫ পেয়ে আইন বিভাগে তৃতীয় ◈ ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ এমপি, খুঁজে পেতে ডিবিতে মেয়ে

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ০৪:০২ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশ ছাড়ার আগে পাকিস্তান দলকে দারুণ উপদেশ দিলেন ইনজামাম

স্পোর্টস ডেস্ক : ২০১৯ বিশ্বকাপ সামনে রেখে আজ ইংল্যান্ডে পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে পাকিস্তান ক্রিকেট দলকে দারুণ উপদেশ দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক ইনজামামুল হক।

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম-উল হক বিশ্বকাপে হৃদয় উজার করে খেলার জন্য সরফরাজদের পরামর্ম দিয়েছেন।

পাকিস্তানের সাবেক এই অধিনায়ক টুইটবার্তায় বলেন, পাকিস্তানের ক্রিকেটারদের জন্য সৌভাগ্য কামনা করছি। তাদের জন্য সমগ্রজাতীর ভালোবাসা ও দোয়া রয়েছে। বিশ্বকাপে তারা প্রত্যাশার চেয়েও ভালো ক্রিকেট খেলবে সেটাই কামনা।

পাকিস্তান ক্রিকেট দলের এই প্রধান নির্বাচক আরও বলেন, তোমরা ইংল্যান্ডে গিয়ে প্রতিটি ম্যাচে চাপ না নিয়ে হৃদয় উজার করে খেলবে। তোমাদের জন্য আমাদের প্রার্থনা রইল। বিশ্বকাপে তোমরা ভালো খেলো সেটাই প্রত্যাশ দেশের ক্রিকেটপ্রেমী মানুষের।

বিশ্বকাপে অংশ নিতে সবার আগে ইংল্যান্ড সফরে গেল পাকিস্তান ক্রিকেট দল। এই সফরে ৮৩ দিন ইংল্যান্ডে অবস্থান করবে পাকিস্তান ক্রিকেট দল। মঙ্গলবার ইংল্যান্ডে গিয়ে পৌঁছায় পাকিস্তানের ক্রিকেটাররা। বিষয়টি টুইটবার্তায় নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

৩০ মে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে পাকিস্তান। বিশ্বকাপের আগে কাউন্টি ক্রিকেটের বিপক্ষে প্রস্তুতিমূলক তিনটি ম্যাচ এবং ইংল্যান্ডের বিপক্ষে একটি টি-টোয়েন্টি এবং পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে পাকিস্তান ক্রিকেট দল।

আগামী ২৭ ও ২৯ এপ্রিল হবে কাউন্টি দলের বিপক্ষে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ। তৃতীয় ম্যাচটি হবে ১ মে। এরপর ৫ মে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে পাকিস্তান। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ মে।

বিশ্বকাপে পাকিস্তানের দল : মোহাম্মদ হাফিজ, ইমাম-উল-হক, বাবর আজম, আবিদ আলী, ফখর জামান, সরফরাজ আহমেদ (অধিনায়ক), হারিস সোহেল, শোয়েব মালিক, ফাহিম আশরাফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, জুনায়েদ খান, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান ও শাহীন শাহ আফ্রিদি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়