শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯, ০৯:২৪ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৯, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিগগিরই কিম জং উন রাশিয়া সফরে যাচ্ছেন, জানালো উত্তর কোরিয়া

আব্দুর রাজ্জাক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সম্ভাব্য রাশিয়া সফরের বিষয়টি সোমবার নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ। শিগগিরই তার এ সফরের কথা বলা হলেও ভেন্যু ও নির্দিষ্ট তারিখ প্রকাশ করা হয়নি। রয়টার্স

গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের সঙ্গে কিমের হ্যানয় বৈঠকটি কার্যত ব্যর্থ হওয়ার পর থেকে উত্তর কোরিয়ার অর্থনৈতিক দুরাবস্থা কাটাতে বিদেশি সহায়তার প্রতি জোর দিয়েছে পিয়ংইয়ং। কিমের আসন্ন সফরটিও তার অংশ।

রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও কিম এপ্রিলের শেষে বৈঠকে বসতে পারে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

তবে উত্তর কোরিয়ার নেতার প্রধান সহাকারী কিম চাং সানকে রুশ শহর ভøাদিভস্তকে দেখা গেছে বলে রোববার দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়নহ্যাপ জানায়। সেখানেই আগামী ২৪-২৭ এপ্রিল কিম ও পুতিনের বৈঠক হতে পারে।

এনকে নিউজ তাদের ওয়েবসাইটে ভøাদিভস্তকের পূর্বে ফেডারেল ইউনিভার্সিটি এলাকার কিছু ছবি প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, উত্তর কোরিয়া ও রাশিয়ার পতাকা যৌথভাবে উড়ানো রয়েছে এবং বৈঠক উপলক্ষে প্রস্তুতি চলছে। সেখানে আসন্ন বৈঠকের একটি অংশ অনুষ্ঠিত হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়