আব্দুর রাজ্জাক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সম্ভাব্য রাশিয়া সফরের বিষয়টি সোমবার নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ। শিগগিরই তার এ সফরের কথা বলা হলেও ভেন্যু ও নির্দিষ্ট তারিখ প্রকাশ করা হয়নি। রয়টার্স
গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের সঙ্গে কিমের হ্যানয় বৈঠকটি কার্যত ব্যর্থ হওয়ার পর থেকে উত্তর কোরিয়ার অর্থনৈতিক দুরাবস্থা কাটাতে বিদেশি সহায়তার প্রতি জোর দিয়েছে পিয়ংইয়ং। কিমের আসন্ন সফরটিও তার অংশ।
রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও কিম এপ্রিলের শেষে বৈঠকে বসতে পারে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
তবে উত্তর কোরিয়ার নেতার প্রধান সহাকারী কিম চাং সানকে রুশ শহর ভøাদিভস্তকে দেখা গেছে বলে রোববার দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়নহ্যাপ জানায়। সেখানেই আগামী ২৪-২৭ এপ্রিল কিম ও পুতিনের বৈঠক হতে পারে।
এনকে নিউজ তাদের ওয়েবসাইটে ভøাদিভস্তকের পূর্বে ফেডারেল ইউনিভার্সিটি এলাকার কিছু ছবি প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, উত্তর কোরিয়া ও রাশিয়ার পতাকা যৌথভাবে উড়ানো রয়েছে এবং বৈঠক উপলক্ষে প্রস্তুতি চলছে। সেখানে আসন্ন বৈঠকের একটি অংশ অনুষ্ঠিত হতে পারে।