শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯, ০২:৩৬ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৯, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে পাইপলাইন বিস্ফোরণে নিহতদেরসহায়তার ব্যবস্থা করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আসাদুজ্জামান সম্রাট  : নারায়ণগঞ্জের রুপগঞ্জে পাইপলাইন বিস্ফোরণে মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন। এক শোকবার্তায় তিনি বলেন, এই মৃত্যু অত্যন্ত মর্মান্তিক এবং কষ্টকর। এ ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সেজন্য সকলকে আরো সচেতন থাকা প্রয়োজন।

নিহতদের একজন প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকার বাসিন্দা হওয়ায় ঘটনার পরপরই তিনি খোঁ৮-খবর নেন এবং জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলে তাদের সাহায্যের ব্যবস্থা করেন। নিহত শামীম (৩) মেহেরপুর জেলার মুজিবনগর থানার কোমরপুর এলাকার দুদু মিয়ার ছেলে। অন্যজন ঝালকাঠি জেলার নলছিটি থানার কয়া এলাকার রহিম বিশ্বাসের ছেলে হেলাল বিশ্বাস রাকিব (২৫) ও অজ্ঞাতনামা একজন।

প্রতিমন্ত্রী এ ঘটনা জানার পরই নারায়ণগঞ্জ ও মেহেরপুরের জেলা প্রশাসকদের সাথে টেলিফোনে কথা বলেন। তিনি নিহতদের লাশ দ্রুত পরিবারের নিকট পৌছানো এবং দাফন-কাফনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বলেন। প্রতিমন্ত্রীর পরামর্শে সরকারি ত্রাণ তহবিল হতে মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গণি নিহত শামীমের পিতার কাছে দশ হাজার টাকা প্রদান করেন। এছাড়াও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক সরকারি ত্রাণ তহবিল হতে প্রত্যেক নিহতের পরিবারকে বিশ হাজার টাকা প্রদান করেন।
প্রতিমন্ত্রী পরবর্তীতে নিহতদের পরিবারকে যথাযথ সহায়তা প্রদানের জন্য জেলা প্রশাসকদের পরামর্শ প্রদান করেন। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য, সোমবার ভোরে নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের সাঁওঘাট এলাকায় একটি তিনতলা বাড়ির নিচতলার পাইপলাইনের গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। এতে চারপাশের দেয়াল ভেঙ্গে দুরে পড়ে যায় এবং বাসায় আগুন লেগে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়