শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ০৪:২৪ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় না, বললেন আমু

ফাহিম বিজয় : সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় না।প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করেন। দেশের প্রতিটি বিষয়ে নিজেই খোঁজ নিচ্ছেন। সে জন্যই দেশে সবক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। তার গ্রামমুখী অর্থনীতির কারণে বিশ্বে অর্থনৈতিক মন্দার সময়েও বাংলাদেশে এর কোনও প্রভাব পড়েনি। পদ্মা সেতুসহ সরকারের মেগা প্রজেক্টের কাজগুলো শেষ হলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শিল্পাঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করবে।

রোববার আওয়ামী লীগ আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন।

আমু বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতা ভোগের জন্য এসেছিল, আর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশ পরিচালনায় আসে জনগণের কল্যাণের জন্য, দেশের উন্নয়নের জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা বাস্তবায়নের পথে। তার নেতৃত্বেই বঙ্গবন্ধুর সোনার বাংলা পুরোপুরি প্রতিষ্ঠিত হবে।’

এসময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বজায় থাকলে আগামী ১০ বছরে বাংলাদেশ বিশ্ব দরবারে উচুঁ আসনে সমাসীন হবে। নেতিবাচক রাজনীতি বন্ধ হলে জিডিপির প্রবৃদ্ধি আরো দুই শতাংশ বাড়বে। এজন্য বিরোধী দলকে গঠনমূলক সমালোচনা করার আহবান জানান তারা।

বর্তমান সরকারের উন্নয়নের ১০ বছর বিষয়ে এই সেমিনারের আয়োজন করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি। এতে অংশ নেন রাজনীতিবিদসহ সরকারের উন্নয়নে সম্পৃক্তরা। তারা বলেন, বাংলাদেশ এখন যেভাবে এগিয়ে যাচ্ছে অতীতের কোনো সরকারের আমলে তা হয়নি। আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতা থাকায় এটি সম্ভব হয়েছে বলে মনে করেন তারা। সেই সাথে বিএনপিকে ইতিবাচক রাজনীতি করার আহবান তাদের।

আর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মতে, যতদিন বঙ্গবন্ধুর আদর্শে রাষ্ট্র চলবে, ততদিন বাংলাদেশকে কেউ আটকাতে পারবে না। দেশকে এগিয়ে নিতে, সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করে যাবার আহবান জানানো হয় এই সেমিনারে।এসএ টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়