শিরোনাম
◈ সংবিধান পরিবর্তন মানবে না বিএনপি: মির্জা ফখরুল ◈ বাংলাদেশ মালয়েশিয়ার শ্রমবাজারে শীর্ষে, আছে ৮ লাখেরও বেশি কর্মী ◈ ট্রাম্পের শুল্কে বন্ধ ভারতের কারখানা, রপ্তানি হুমকিতে ◈ দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি প্রকৌশল শিক্ষার্থীদের: আল্টিমেটাম রাত ৮টা পর্যন্ত ◈ সব আসামি গ্রেপ্তার না হলে খাবার মুখে নেব না: ‘মব’ করে পিটুনিতে নিহত মাহিনের মা ◈ ডাকসুর ভিপি-জিএস পদে কার ব্যালট নম্বর কত ◈ ছাতকে চোরাকারবারী শাহিনের নেতৃত্বে পুলিশের ওপর হামলা, আহত ২, গ্রেপ্তার ৬ ◈ নোয়াখালীতে ঘাট দখল-চাঁদাবাজি: ভাগ যাচ্ছে রাজনৈতিক নেতা ও প্রশাসনের পকেটে ◈ আড়াই বছর পর বেনাপোল বন্দরে পেঁয়াজ আমদানি শুরু ◈ শেরপুরে দুই মানবপাচারকারীসহ ৭ বাংলাদেশি আটক

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৫, ০৭:০৭ বিকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লন্ডনে তারেক রহমান ও ড. মোশাররফের ফলপ্রসূ ও স্মরণীয় বৈঠক

হোসাইন মোহাম্মদ দিদার: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটি সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন ও তার ছেলে বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার (২৫ আগস্ট) লন্ডন সময় সন্ধ্যায় দুই নেতার সাক্ষাৎ হয়। সাক্ষাৎ প্রসঙ্গে মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দীর্ঘদিন পর এই সাক্ষাৎকারটি এমন এক পরিবেশের মধ্যে ছিল—যা চিরদিন মনে রাখার মতো। আমি বাংলাদেশের কল্যাণে আমাদের নেতা তারেক রহমানের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করি।’

এছাড়াও ড. মোশাররফ তনয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন এই স্মরণীয় বৈঠক নিয়ে তার নিজস্ব ফেরিফায়েড ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দেন। তা পাঠকের উদ্দেশ্যে হুবহু তুলে ধরা হলো,"

আজ লন্ডন সময় সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। 

যা চিরকাল মনে রাখার মতো— জীবনের সেরা মুহূর্ত।"

উল্লেখ্য, বিএনপির এই শীর্ষ নেতা কুমিল্লা-১  ও কুমিল্লা-২ থেকে ধানের শীষ প্রতীকে বিএনপির টিকেটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার ঘোষণার পর লন্ডনের এই সফর ঘিরে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা  এখন আলোচনায় চায়ের টেবিল গরম করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়