শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৯, ১০:০৪ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০১৯, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইঞ্জি. সবুরের পিতা মৃত্যুবরণ করেছেন, প্রধানমন্ত্রীর শোক

ইউসুফ আলী বাচ্চু : ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুরের পিতা ইঞ্জিনিয়ার এ কে এম আবদুস সামাদ মৃত্যুবরণ করেছেন (ইন্না---- রাজিউন)। গতকাল (শনিবার) রাতে রাজধানীর ল্যাবএইড হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আজ এক শোক বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. মো. আবদুস সবুর-এর পিতা ইঞ্জিনিয়ার একেএম আবদুস সামাদ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বিবৃতিতে তিনি মরহুম ইঞ্জিনিয়ার একেএম আবদুস সামাদ-এর পবিত্র রুহের মাগফিরাত কামনা এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ এমপি আজ এক শোক বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. মো. আবদুস সবুর-এর পিতা ইঞ্জিনিয়ার একেএম আবদুস সামাদ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এছাড়া ইঞ্জিনিয়ার একেএম আবদুস সামাদ-এর মৃত্যুতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর নির্বাহী কমিটি এবং কেন্দ্রীয় কাউন্সিলের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, মরহুমের প্রথম নামাজের জানাজা আগামীকাল (২২ এপ্রিল) সকাল সাড়ে ৫টায় (বাদ ফজর) ২০ গ্রীন কর্ণার (জামে মসজিদ), গ্রীন রোড,ঢাকা এবং দ্বিতীয় নামাজের জানাজা (বাদ জোহর) দুপুর ২টায় নিজ গ্রামের বাড়ি দাউদকান্দি উপজেলার বাহেরচরে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়