শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৯, ১১:৪৩ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০১৯, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের আগে অবসরের ইঙ্গিত দিয়ে সমালোচনার তোপে পড়েছেন মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক: গত ১৮ এপ্রিল আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে ছিলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এতে লাসিথ মালিঙ্গা দলে থাকলেও অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দিমুথ করুনারতেœর কাঁধে দলের ভার তুলে দেয় লঙ্কান বোর্ড। এর পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিজ্ঞ পেসার ইঙ্গিত দিয়েছেন বিশ্বকাপের আগেই অবসর ঘোষণা করতে পারেন।

এতে ধারণা করা হচ্ছে করা তাকে সরিয়ে করুনারতেœকে অধিনায়ক করার কারণে তার এই অবসরের গুঞ্জন। শ্রীলঙ্কান সংবাদ মাধ্যমে খবর, লঙ্কান ক্রিকেটের এক হোয়্যাটসঅ্যাপ গ্রুপে মালিঙ্গা সিংহলিজ ভাষায় লিখেছেন, ‘আমাদের হয়তো মাঠে আর দেখা হবে না। আমাকে যারা সমর্থন করেছেন, ঈশ্বর তাদের সবার মঙ্গল করুন। আশীর্বাদ!’

মালিঙ্গার এমন লেখার পরই শ্রীলঙ্কান ক্রিকেটে ঝড় ওঠে। প্রকাশ্যে অবসর ঘোষণা না করলেও তার বার্তায় অবসরের ইঙ্গিত রয়েছে বলে মনে করেন অনেকেই।

তবে কী কারণে ক্ষুব্ধ এই লঙ্কান পেসার! দেশটির সংবাদ মাধ্যমে খবর, মালিঙ্গা দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার। অথচ তাকে বিশ্বকাপের নেতৃত্বে রাখা হয়নি। এই কারণেই তিনি ক্ষুব্ধ হয়েছেন, ধারণা সবার।

শ্রীলঙ্কার ক্রিকেটের এক কমর্ককর্তা বলেন, ‘মালিঙ্গার মনে রাখা উচিত  দেশের হয়ে খেলার থেকে বড় বিষয় আর হতে পারে না। মালিঙ্গা অধিনায়ক হিসেবে শোচনীয়ভাবে ব্যর্থ। ১৪টি ম্যাচের মধ্যে ১৩টিতেই হেরেছেন।’ পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে, মালিঙ্গা চাইলে অবসর নিতে পারেন। তাদের ক্রিকেটার তৈরি আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়