স্পোর্টস ডেস্ক: গত ১৮ এপ্রিল আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে ছিলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এতে লাসিথ মালিঙ্গা দলে থাকলেও অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দিমুথ করুনারতেœর কাঁধে দলের ভার তুলে দেয় লঙ্কান বোর্ড। এর পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিজ্ঞ পেসার ইঙ্গিত দিয়েছেন বিশ্বকাপের আগেই অবসর ঘোষণা করতে পারেন।
এতে ধারণা করা হচ্ছে করা তাকে সরিয়ে করুনারতেœকে অধিনায়ক করার কারণে তার এই অবসরের গুঞ্জন। শ্রীলঙ্কান সংবাদ মাধ্যমে খবর, লঙ্কান ক্রিকেটের এক হোয়্যাটসঅ্যাপ গ্রুপে মালিঙ্গা সিংহলিজ ভাষায় লিখেছেন, ‘আমাদের হয়তো মাঠে আর দেখা হবে না। আমাকে যারা সমর্থন করেছেন, ঈশ্বর তাদের সবার মঙ্গল করুন। আশীর্বাদ!’
মালিঙ্গার এমন লেখার পরই শ্রীলঙ্কান ক্রিকেটে ঝড় ওঠে। প্রকাশ্যে অবসর ঘোষণা না করলেও তার বার্তায় অবসরের ইঙ্গিত রয়েছে বলে মনে করেন অনেকেই।
তবে কী কারণে ক্ষুব্ধ এই লঙ্কান পেসার! দেশটির সংবাদ মাধ্যমে খবর, মালিঙ্গা দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার। অথচ তাকে বিশ্বকাপের নেতৃত্বে রাখা হয়নি। এই কারণেই তিনি ক্ষুব্ধ হয়েছেন, ধারণা সবার।
শ্রীলঙ্কার ক্রিকেটের এক কমর্ককর্তা বলেন, ‘মালিঙ্গার মনে রাখা উচিত দেশের হয়ে খেলার থেকে বড় বিষয় আর হতে পারে না। মালিঙ্গা অধিনায়ক হিসেবে শোচনীয়ভাবে ব্যর্থ। ১৪টি ম্যাচের মধ্যে ১৩টিতেই হেরেছেন।’ পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে, মালিঙ্গা চাইলে অবসর নিতে পারেন। তাদের ক্রিকেটার তৈরি আছে।