শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৯, ০৪:৫২ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৯, ০৪:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে স্থগিত কেন্দ্রের ভোট গ্রহণ চলছে

রাসেল হোসেন, ধামরাই (ঢাকা) : ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া ‘কান্দা পটল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে’ শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। বুধবার (১৭ এপ্রিল) সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।

গত ৩১ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে এক যোগে ১৪৮ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলাকালে কান্দাপটল কেন্দ্র গিয়ে ভোটার উপস্থিতির চেয়ে ভোট কাস্টিংয়ের হার বেশি দেখতে পান নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে তিনি যাচাই বাচাই করে প্রমাণ পান ওই কেন্দ্রে জাল ভোট দেয়া হয়েছে। এছাড়া ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবুল বাশার সম্প্রতি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ভাইস চেয়ারম্যান হয়েও পরিচয় গোপন করে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করায় এবং তার সহযোগিতায় জাল ভোট দেয়ার অভিযোগে ম্যাজিস্ট্রেট তাকে আটক করে। সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে প্রধান করে ভোট গ্রহণ শেষ করেন।

ওইদিন ভোট গণনা শেষে ১৪৮টি কেন্দ্রের মধ্যে ১৪৭টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। আর ১৪৭ টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থীর চেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাদ্দেস হোসেন আনারস প্রতীক নিয়ে ১৫৬৫ ভোট নিয়ে এগিয়ে রয়েছেন।

এব্যাপারে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম জানান, কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে কান্দা পটল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়