শিরোনাম
◈ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায়: ৭ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর  ◈ নতুন অস্থিরতা, পাল্টা কমিটি ফের ভাঙলো জাপা! ◈ পিআর পদ্ধতি দিয়ে অচলাবস্থা সৃষ্টির চেষ্টা, জনগণ মেনে নেবে না: মির্জা আব্বাস ◈ হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত: শেখ হাসিনার আদালত অবমাননায় ৬ মাসের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ (ভিডিও) ◈ অপূর্ব নীলাভ সৌন্দর্যের ধর্মপুর শালবনে বিরল পলাশি লতার শোভা ◈ মার্কিন শুল্কে নতুন সমীকরণ: প্রতিযোগিতার বাজারে যেসব সুবিধা পাবে বাংলাদেশ ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন: সিইসি   ◈ আগামীকাল থেকে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু, পাবেন যারা ◈ মসজিদ কমিটি গঠন নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানালেন ধর্ম উপদেষ্টা ◈ যশোরে স্ত্রীকে আত্মহত্যার পরামর্শ দিয়ে অন্যের স্ত্রী নিয়ে পলাতক স্বামী

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৯, ১২:৫০ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৯, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জবিতে যৌন নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা : জবি উপাচার্য

সৌরভী রায় (জবি) প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) যৌন নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। তিনি বলেন, যৌন নিপীড়নকে কখনো ছাড় দেইনি। জবিতে যৌন নিপীড়নের দায়ে শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে, আটকে দেয়া হয়েছে পদোন্নতি। জবিতে যৌন নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি।” ফেনীর মাদরাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে জবি শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

ড. মীজানুর রহমান বলেন, “শিক্ষকতা এক সময় ব্রত ছিল। আগে যারা শিক্ষকতা করতেন তাদের লোভ লালসা ছিল না। আমরা আন্দোলন করে শিক্ষকতাকে আকর্ষণীয় পেশা করে তুলেছি। এখন শিক্ষকতা লোভনীয় পেশায় রূপ নিয়েছে। এক সময় শিক্ষকতায় মেধাবীরা আসতো না। এখন অনেকেই শিক্ষাকে ব্যবসা বানিয়ে ফেলেছে। যার মাছের ব্যবসা, চামড়ার ব্যবসা করার কথা সেও শিক্ষা প্রতিষ্ঠান খুলে শিক্ষক প্রধান হয়ে বসেছেন। অনেকে কালো টাকা সাদা করার জন্যও শিক্ষা প্রতিষ্ঠান খুলে অধ্যক্ষ বা প্রতিষ্ঠা প্রধান হয়ে বসেছেন। যাদের শিক্ষক হওয়ার ন্যূনতম যোগ্যতাও নেই, তারা হয়ে যান শিক্ষক প্রধান।” জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নূর মোহাম্মদের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতির বক্তব্যে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দিপীকা রাণী সরকার, বলেন আমরা নারীরা এ যুগে এসেও যে বরাবর নির্যাতনের শিকার হচ্ছি তা রুখে দেওয়ার সময় এসেছে। আর কোন ব্যক্তি যাতে শিক্ষকতার মহান পেশাকে কলুষিত করতে না পারে সে বিষয়ে সবার সতর্ক থাকতে হবে।” মানববন্ধনে বিভিন্ন বিভাগীয় প্রধানসহ শিক্ষকদের সঙ্গে স্বতঃস্ফুর্তভাবে সাধারণ শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়