শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৯, ১২:৫০ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৯, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জবিতে যৌন নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা : জবি উপাচার্য

সৌরভী রায় (জবি) প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) যৌন নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। তিনি বলেন, যৌন নিপীড়নকে কখনো ছাড় দেইনি। জবিতে যৌন নিপীড়নের দায়ে শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে, আটকে দেয়া হয়েছে পদোন্নতি। জবিতে যৌন নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি।” ফেনীর মাদরাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে জবি শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

ড. মীজানুর রহমান বলেন, “শিক্ষকতা এক সময় ব্রত ছিল। আগে যারা শিক্ষকতা করতেন তাদের লোভ লালসা ছিল না। আমরা আন্দোলন করে শিক্ষকতাকে আকর্ষণীয় পেশা করে তুলেছি। এখন শিক্ষকতা লোভনীয় পেশায় রূপ নিয়েছে। এক সময় শিক্ষকতায় মেধাবীরা আসতো না। এখন অনেকেই শিক্ষাকে ব্যবসা বানিয়ে ফেলেছে। যার মাছের ব্যবসা, চামড়ার ব্যবসা করার কথা সেও শিক্ষা প্রতিষ্ঠান খুলে শিক্ষক প্রধান হয়ে বসেছেন। অনেকে কালো টাকা সাদা করার জন্যও শিক্ষা প্রতিষ্ঠান খুলে অধ্যক্ষ বা প্রতিষ্ঠা প্রধান হয়ে বসেছেন। যাদের শিক্ষক হওয়ার ন্যূনতম যোগ্যতাও নেই, তারা হয়ে যান শিক্ষক প্রধান।” জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নূর মোহাম্মদের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতির বক্তব্যে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দিপীকা রাণী সরকার, বলেন আমরা নারীরা এ যুগে এসেও যে বরাবর নির্যাতনের শিকার হচ্ছি তা রুখে দেওয়ার সময় এসেছে। আর কোন ব্যক্তি যাতে শিক্ষকতার মহান পেশাকে কলুষিত করতে না পারে সে বিষয়ে সবার সতর্ক থাকতে হবে।” মানববন্ধনে বিভিন্ন বিভাগীয় প্রধানসহ শিক্ষকদের সঙ্গে স্বতঃস্ফুর্তভাবে সাধারণ শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়