শিরোনাম
◈ সাকিব-শিশিরের বিচ্ছেদের গুঞ্জন! যা জানা গেল ◈ কবে থেকে ঈদের ছুটি, জানালেন উপদেষ্টা রিজওয়ানা হাসান ◈ মিয়ানমার থেকে মাতারবাড়ী: বঙ্গোপসাগর ঘিরে চীন-ভারত প্রতিযোগিতা ও আঞ্চলিক জোটের নতুন সম্ভাবনা ◈ জামিনে মুক্তি পেয়ে বিএনপির ৬ জনকে কোপাল যুবলীগ নেতা! ◈ রাজনৈতিক দলগুলোর সাথে ১৫ মে'র মধ্যে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করতে চায় কমিশন ◈ মার্কিন শুল্ক নীতিতে হুমকির মুখে বাংলাদেশের পোশাক খাত, উদ্বেগ-উৎকণ্ঠায় শ্রমিকরা: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ এবার ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডো, বিরল ছবি ধরা পড়ল মোবাইলে ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের ফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে আজ রা‌তে বা‌র্সেলো ও ইন্টার মিলান মু‌খোমু‌খি ◈ ঈদুল আজহা উপলক্ষে ছুটি ১০ দিন: প্রেস সচিব ◈ ফিরোজায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৯, ০৩:৩৭ রাত
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৯, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে দুর্বৃত্তরা

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় তালা দিয়ে ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে উত্যক্তকারীরা। শনিবার (১৩ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে মানিকগঞ্জ জেলা শহরের শহীদ রফিক সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের পাশে এই ঘটনাটি ঘটে। আহত শরিফুল ইসলাম বাবুকে (২৫) জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সে মানিকগঞ্জ সদর উপজেলার বালিয়াবিল গ্রামের আব্দুর রহমানের ছেলে। সে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের পাশের অবস্থিত একটি জুতার দোকানের কর্মচারী।

ওই জুতার দোকনের মালিক মো. রানা মিয়া জানান, শনিবার দুপুর বেলা শরিফুল ইসলাম বাবু তার দোকানের পাশের একটি রেস্টুরেন্টে কফি খেতে গেলে পাশের দোকানের আরেক কর্মচারী মো. নবিন তার বোনকে জড়িয়ে ধরে। বোনের সঙ্গে এই অশালীন আচরণের প্রতিবাদ করায় নবিন ক্ষিপ্ত হয়ে তার বোন সম্পর্কে অশালীন মন্তব্য করতে থাকে এবং বাবুকে মারতে যায়। এক পর্যায়ে বাবু নবিনকে কয়েকটি চড় থাপ্পর দেয়। এতে নবিন আরও ক্ষিপ্ত হয় এবং রাত সোয়া ৮টার দিকে নবিন তার এক সহযোগিকে সঙ্গে নিয়ে বাবুর ওপর হামলা করে এবং তালা দিয়ে উপর্যপুরী মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায় । দ্রুত তাকে হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হলে তার মাথায় ৪টি সেলাই দেওয়া হয়।

২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. লুৎফর রহমান বলেন, আহত রোগীকে ভর্তি করা হয়েছে। সে আশংকা মুক্ত।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, এখনও এই ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়