শিরোনাম
◈ ভাতা তালিকায় যুক্ত হচ্ছে লাখো নতুন সুবিধাভোগী, বাদ পড়বেন অযোগ্যরা ◈ ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়কে অবস্থান (ভিডিও) ◈ লিবিয়ার রাজধানী ত্রিপোলীতে অবস্থানরত বাংলাদে‌শিদের জন্য দূতাবাসের জরু‌রি বার্তা ◈ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২০ হাজার কোটি ডলারে ১৬০ জেট কিনবে কাতার! ◈ আওয়ামী লীগ নির্বাচন থেকে বাদ পড়ায় কাদের সুবিধা হলাে ◈ মুস্তা‌ফিজ‌কে কি দেখা যাবে আইপিএলে? ক'টা ম্যাচ খেলবেন? ◈ স্প‌্যা‌নিশ লা লিগায় অনেক ক‌ষ্টে মায়োর্কাকে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ বাংলাদেশে নারী নির্যাতন : কক্সবাজার টু মুন্সিগঞ্জ ◈ হজযাত্রীদের লাগেজে অবৈধ মালামাল, ফের সতর্ক করল মন্ত্রণালয় ◈ বাংলা‌দেশ দল এখন আ‌মিরা‌তে, ‌টি - টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের প্রথম ম‌্যাচ ১৭ মে

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৯, ০৫:০৭ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৯, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করেছে সরকার, বললেন ড. নাজনীন আহমেদ

কেএম নাহিদ : বাংলাদেশ উন্নয়ন গবেষণা কেন্দ্র বিআইডিএস’র সিনিয়র ফেলো ড. নাজনীন আহমেদ বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ-এর প্রতিবেদনের এপ্রিল সংখ্যায় বলা হয়েছে, এ বছর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৭.৩ শতাংশ, যা দ্রুত অর্থনৈতিক অগ্রগতি অর্জনকারী প্রথম তিনটি দেশের অন্যতম। রোববার ভয়েস অব আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ড. নাজনীন আহমেদ বলেন, গত কয়েক বছর ধরে বিভিন্ন খাতে বিয়োগে এগিয়ে আসছে বেসরকারি উদ্যেক্তরা। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তরা বিনিয়োগ করে ব্যবসা বাড়াতে মনোযোগ দিচ্ছে। দেশে একটা রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ থাকায় দেশি ও বিদেশী বিনিয়োগের পরিবেশ বিদ্যমান। সরকার দেশে একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করেছে, যা অর্থনৈতিক উন্নয়নের অগ্রগতিতে কাজে লাগবে। তিনি বলেন, যেসব অবকাঠামো সাধারণ মানুষের উপকারে আসে, তা করতে হবে। কারণ ১৬ কোটি মানুষের দেশে সাড়ে ১২ শতাংশ মানুষ অতিদরিদ্র। দেশ ধনী হচ্ছে, কিন্তু ২ কোটি অতি দরিদ্র জনগোষ্ঠিকে বাদ দিয়ে টেকসই উনয়ন সম্ভব নয়। ধনী-গরীবের বৈষম্য কমাতে হবে, গ্রামীন অবকাঠামোতে বিনিয়োগ করতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে যথেষ্ট উন্নতি করতে হবে। কম্পিউটার খাত ও বন্দর ব্যবস্থাপনা আধুনিকায়ন করতে হবে।

রাজনৈতিক আকাশে কিছুটা কালো মেঘ থাকলেও আমি আশা করি, সব মেঘ দূর করে উন্নয়নের সূর্য উদিত হবেই। বিপুল জনগোষ্ঠিকে সম্পদে পরিণত করে রাইজিং ইকোনিকসের দেশ আমরা অনেক আগেই হয়ছি, এখন উন্নত দেশ হতে আমাদের সময়-সুযোগ কাজে লাগাতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়