শিরোনাম
◈ যুক্তরাজ্যে সম্পদ জব্দের ঘটনা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি: গভর্নর ◈ অর্থনীতিতে বিপর্যয়ের শঙ্কা: জাতিসংঘ ◈ এলডিসি চ্যালেঞ্জ মোকাবেলায় আমদানি-রপ্তানি নীতির পুন:মূল্যায়ন জরুরি: ঢাকা চেম্বার ◈ আমি চাই মেসি ও রোনালদো এক‌ই দ‌লে খেলুক : ফিফা সভাপতির কথায় তোলপাড় নেটদু‌নিয়া ◈ রান্নাঘরের অজগর সাপ, আঁতকে উঠলেন বাড়ির গৃহিনী ◈ ১১ হাজার ৮৫১ কোটি টাকার ৯ প্রকল্প একনেকে অনুমোদন ◈ জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব, সিন্ধু চুক্তি লঙ্ঘনের দায়ে তুলে ধরল ভারত ◈ সা‌কিব আল হাসান বাংলাদেশের হয়ে  টি-টোয়েন্টি ক্রিকে‌টে সর্বোচ্চ ডাকের মালিক ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বসতে যমুনায় যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল ◈ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাছে গাছে ঝুলছে রসালো লিচু

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০১৯, ০৭:২১ সকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০১৯, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমরানের নতুন গানের মডেল মিম মানতাসা

রুহুল আমিন : তানজিন তিশা, সাফা কবির, পিয়া বিপাশা থেকে শুরু কলকাতার কৌশনী, মৌমিতা, দর্শনা’র মতো তারকারা ইমরানের গানের মডেল হয়েছেন। সবগুলো কাজই সফল হয়েছে। এবার জনপ্রিয় এই গায়কের গানের মডেল হিসেবে যোগ হলো আরও এক নতুন মুখ। তিনি ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ তারকা মিম মানতাসা। চ্যানেল আই।

ইমরানের যে গানে মানতাসা মডেল হয়েছেন তার শিরোনাম ‘সব কথার এক কথা’। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সঙ্গীতায়োজন করেছেন ইমরান নিজেই। গানের কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ এবং সুর করেছেন মিলন। মিউজিক ভিডিও নির্দেশনা দিয়েছেন সৈকত রেজা। দুদিন আগে গানটির ভিডিও ধারণ সম্পন্ন হয়েছে।

ইমরান বলেন, মানতাসার কাজ দেখেছি। এ গানের ভিডিওর সঙ্গে তাকেই বেশি মানাবে মনে হয়েছে বলে নিয়েছি। সে ভালো করেছে। বাকিটা দর্শকরা বলতে পারবেন। তিনি বলেন, প্রতিটি গান ও ভিডিওতে নতুনত্ব রাখার চেষ্টা করছি। এবারও দর্শকদের পছন্দের ভিত্তিতে গানটি করা হয়েছে। আশা করি দর্শকরা গানটি দেখে ও শুনে আনন্দ পাবেন। শিল্পী ইমরান আরো জানান, আগামী ৭ এপ্রিল রসগোল্লা ইউটিউব চ্যানেলে ‘সব কথার এক কথা’ গানটি ভিডিও প্রকাশ পাবে।

এর আগে কুমার বিশ্বজিৎ এর গানের মডেল হয়েছিলেন মিম মানতাসা। প্রথমবার কাজ করলেন ইমরানের সঙ্গে। বললেন, ইমরানের গান ও ভিডিও দুটোই আমার পছন্দের। তার সঙ্গে কাজ করে ভীষণ আনন্দ পেয়েছি। গানটি প্রকাশ হলে দর্শকরাও অনেক উপভোগ করবেন এতটুকু বলতে পারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়