শিরোনাম
◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত ◈ রোববার থেকে আবার গাউন পরতে হবে আইনজীবীদের ◈ সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই: ডেপুটি গভর্নর

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০১৯, ০৪:৫৫ সকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০১৯, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে বাংলাদেশের উন্নয়নে অংশীদার হতে হবে: মুহা শহিদুল ইসলাম

শেখ সেকেন্দার আলী, মালয়েশিয়া প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের বুকে মাথা উঁচু করে বলতে পারি আমি বাংলাদেশি। আর তারই ধারাবাহিকতায় বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিদের অবদান অব্যাহত রাখতে মালয়েশিয়ায় প্রত্যেকটি শহরের কমিউনিটি সংগঠন গঠিত করতে হবে। যেকোনো সমস্যা সমাধানে তাহলে বড় ভূমিকা রাখবে। আলিশা অনেক বড় দেশ তাই সব শ্রমিকের কাছে যাওয়া খুবই কঠিন। এবং আমরা চাইলেও তাদের সব খবরা খবর রাখতে পারি না। এইজন্য প্রবাসে অবস্থিত বাংলাদেশিদের জন্য সেবার মান আরো বাড়িয়ে দেওয়ার জন্য প্রত্যন্ত অঞ্চল জুড়ে বাংলাদেশিদের নিয়ে কমিটি সংগঠন বাড়ালে প্রত্যেক প্রবাসী তাদের কাঙ্ক্ষিত সেবা পাবে। সকল কূটনৈতিক প্রচেষ্টায় মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক বিরাজ করছে। বর্তমান বাংলাদেশ ও মালয়েশিয়ার বাণিজ্য বেড়ে দাঁড়িয়েছে দুইশত ৫০ মিলিয়ন ডলারের উপরে।যে কোন ব্যবসা বাণিজ্য করতে আমাদের কাছে আসুন আমরা সর্বোচ্চ সহযোগিতা করব বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে। প্রবাসে বাংলাদেশিদের খবরা খবর সহ অত্যন্ত সহনশীলতার সঙ্গে লেখালেখি করতে হবে।অতিরঞ্জিত লেখালেখি আমাদের বিভ্রান্ত করে এবং মালয়েশিয়ার সরকারের কাছে জবাবদিহি করতে হয়। যে কোন সংবাদ প্রকাশ করার আগে তার সত্যতা যাচাই করে সঠিক সংবাদ প্রকাশ করার আহ্বান জানাই। কথাগুলো বলছিলেন মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনার মুহা শহিদুল ইসলাম।

তিনি বলেন, প্রবাসে যারা বিভিন্নভাবে প্রতিষ্ঠিত তাদের প্রবাসীর সমস্যায় এগিয়ে আসার আহ্বান জানান। যৌথ প্রয়াসে অনেক সমস্যার সমাধান সম্ভব। এভাবেই মালয়েশিয়ার সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো দৃঢ় করা যাবে।বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার উদ্যেগে ৪৮ তম মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে ”আমাদের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা ও 'অগ্নিঝরা' স্মরণিকার মোড়ক উম্মোচন এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মান্যবর হাই কমিশনার জনাব মহ. শহীদুল ইসলাম।

হাইকমিশনার আরোও বলেছেন-“ বন্ধুত্বের নিদর্শনস্বরূপ মালয়েশিয়া সরকার আড়াই বছর ধরে বৈধতার সুযোগ দিয়েছে । এ বৈধকরণ প্রকল্পে প্রায় ৬ লাখ অভিবাসী নিবন্ধন করেছিল, এদের মধ্যে প্রায় ৪ লাখ ৫০ হাজার বৈধতা পেয়েছে। বাকি যারা আছেন তারা কোম্পানির বিভিন্ন সমস্যার কারণে বৈধ হতে পারেনি। আমরা মালয়েশিয়ার সরকারকে অনুরোধ করেছি তাদেরকেও বৈধ করে নেয়ার জন্য। ফলে তাদের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।'

প্রবাসের সংবাদ প্রকাশনার ক্ষেত্রে সাংবাদিকদের উভয় দেশের বিভিন্ন বিষয় বিবেচনায় আনার আহ্বান জানান। তিনি বলেন ভুল বার্তা দেয় বা ভীতির সঞ্চার করে এমন বার্তা গেলে দেশে অবস্থিত প্রত্যেকটা পরিবার দুশ্চিন্তায় পড়ে। বন্ধুরাষ্ট্র মালয়েশিয়া সম্পর্কে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচার করে দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে উল্লেখ করে মহ. শহীদুল ইসলাম বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিধ্যমান রয়েছে তার ধারাবাহিকতা রক্ষার্থে সকলে একসাথে কাজ করে যেতে হবে। বিদেশী কর্মী নিয়োগে সোর্স কান্টির তালিকা থেকে বাংলাদেশ বাদ পড়েনি বলেও জানান তিনি।

এ সময় বাংলাদেশ কমিউনিটি নেতা, মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদরা স্বাধীনতার তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন, ইন্টা: ইসলামিক ইউনিভার্সিটির প্রফেসর ড. এম আব্দুল কুদ্দুছ, মুক্তিযোদ্ধা শওকত হোনে পান্না, কমিউনিটি নেতা মকবুল হোসেন মুকুল, কামরুজ্জামান কামাল।এসময় অন্যান্যদের মধ্যে
সাংবাদিকতায় ক্রেস্ট গ্রহণ করেন আমাদের সময় ডটকমের মালয়েশিয়া প্রতিনিধি শেখ সেকেন্দার আলী।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়া কর্তৃক প্রকাশিত ”অগ্নিঝরা” নামক স্মরণিকার মোড়ক উম্মেচন ও প্রবাসে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় প্রবাসীদের সম্মাননা পুরস্কার প্রদান করেন মান্যবর হাই কমিশনার মহ.শহীদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশনের প্রথম সচিব শ্রম মো: হেদায়েতুল ইসলাম মন্ডল, প্রথম সচিব কনস্যুলার মো: মাসুদ হোসাইন, প্রফেসর ড. আবুল বাশার, দাতু আক্তার হেসেন, দাতু এন সাহা, মনিরুজ্জামান মনির, এমদাদুল হক সবুজ মামা, বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সাধারণ সম্পাদক বশির আহমেদ ফারুক।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সামাজিক,রাজনৈতিক অঙ্গসংগঠন ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়