সান্দ্রা নন্দিনী : যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেক্সিকো সীমান্তে নিরাপত্তা দেয়াল নির্মাণ তহবিলে ১ বিলিয়ন ডলার পাঠানোর সিদ্ধান্তে অটল রয়েছে পেন্টাগন। রয়টার্স
এর আগে, মঙ্গলবার হাউজ অব রিপ্রেজেন্টেটিভস’র আর্মড সার্ভিসেস কমিটি প্রধান ডেমোক্রেটিক নেতা অ্যাডাম স্মিথ জানিয়েছিলেন, ‘পেন্টাগনের এই পদক্ষেপে কোনভাবেই অনুমোদন দেওয়া হবে না। প্রতিরক্ষা বিভাগ কংগ্রেসের সাথে প্রতারণার চেষ্টা করছে। সরকার কোনভাবেই জনগণের সেবায় নিয়োজিত একটি বাহিনীকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে না।’
শাহানান বলেন, ‘আমি জানি বিষয়টিতে যথেষ্ট জটিলতা রয়েছে। আর কমিটি’গুলোর অবস্থানও আমার জানা। তবে আমার কাছে কমান্ডার-ইন-চিফ কর্তৃক অনুমোদিত আদেশ রয়েছে।’
হাউজ কমিটি যদি পেন্টাগনের তহবিলে অর্থপ্রদানের সক্ষমতা কেড়ে নেওয়ার পদক্ষেপ নেয় তাহলে কী হবে, এই প্রশ্ন করা হলে জবাবে শানাহান বলেন, ‘আমি সবরকম পরিস্থিতির জন্যই প্রস্তুত রয়েছি। যদিও এখনও পর্যন্ত পেন্টাগনের দেয়াল নির্মাণে অর্থ যোগানে কোনও আইনগত প্রতিবন্ধকতা নেই। আমাদের এই পরিস্থিতি মোকাবেলায় আরও অনেক “শৈল্পিক” হতে হবে।’