শিরোনাম
◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত ◈ রোববার থেকে আবার গাউন পরতে হবে আইনজীবীদের ◈ সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই: ডেপুটি গভর্নর ◈ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি ◈ দেশের জিডিপির পূর্বাভাস কমালো জাতিসংঘ, চিন্তা মূল্যস্ফীতি নিয়ে

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৯, ০৪:৫৩ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০১৯, ০৪:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমষ্টিগত স্বার্থ বাস্তবায়নের অন্যতম একটি মাধ্যম গণঅভ্যুত্থান, অভিমত দিলেন মুজাহিদুল ইসলাম সেলিম

কেএম নাহিদ : বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশে এখন ৯৯ শতাংশ শোষিত জনগোষ্ঠি দিয়ে সমাজ চলছে। এক শতাংশ সুবিধা ভুগির হাতে সমাজ পরিবর্তনের চাবিকাঠি, সমষ্টিগত স্বার্থবাস্তবায়নে গণঅভ্যুত্থান ছাড়া আর কোনো পথ খোলা নেই। বোরবার ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের আজকের বাংলাদেশ অনুষ্ঠানে একথা বলেন এই প্রবীন রাজনীতিক।

তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে অধিকার আদায়ে শোষিতরা তাদের অধিকার রাজপথে সোচ্ছার হচ্ছে, ফ্রান্স দেড়মাস হলো, ইয়েলো জ্যাকেট পরা আন্দোলকনকারীরা রাজপথে, আমেরিকার রাস্তায় আন্দোলন কারীরা বলছে ‘উইি আর দ্যা ৯৯ পারসেন্ট’ এরকম আন্দোলন হচ্ছে বিভিন্ন দেশে, আমাদের মিডিয়ায় এসব কথা আসছে না। আমাদের দেশে সাড়ে ১৬ শতাংশ মানুষ যে দাবি তুলতে পারে তা হলো নির্বাচন। কিন্তু বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে সম্পুর্ণ চুরমার করে দেয় হয়েছে।

তিনি বলেন, আমরা লড়াই করে এদেশ গণতন্ত্র এনেছি, সেই গণতান্ত্রিক সরকার সামরিক সরকারের মতো বলছে, রাজপথে আন্দোলন করা যাবে না। দেশে বর্তমানে যে বিভাজন তা নিয়ে আমরা পাকিস্তান আমলে বিভিন্ন কথা বলেছি, রাজপথে সোচ্চার হয়েছি, ভেবেছি স্বাধীন দেশে আর এ সমস্ত ব্যাপারে আর কথা বলা লাগবে না। কিন্তু দু:খের বিষয়, সেই একি কথা একি ব্যবস্থা আমরা আমাদের তথাকথিক গণতান্ত্রিক ব্যবস্থায় দেখছি। তিনি বলেন, যতো দিন শোষণ শোষিতের ব্যবধান আমরা কমাতে পারবো না। ততদিন এই বিভাজিতো সমাজে ব্যক্তি স্বার্থ রক্ষা করতে পারবো না। আমাদের অধিকার আদায় করতে হলে সমষ্টিগত আন্দোলন করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়