শিরোনাম
◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত ◈ রোববার থেকে আবার গাউন পরতে হবে আইনজীবীদের ◈ সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই: ডেপুটি গভর্নর ◈ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি ◈ দেশের জিডিপির পূর্বাভাস কমালো জাতিসংঘ, চিন্তা মূল্যস্ফীতি নিয়ে

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৯, ০৩:০২ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০১৯, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নানা কর্মসূচিতে ‘বিশ্ব যক্ষ্মা দিবস’ পালিত

বাংলাদেশে ২০১৭ সালে ৩ লাখ ৬৪ হাজার মানুষ নতুন করে যক্ষ্মায় আক্রান্ত হয়েছিল। ওই বছর দেশে যক্ষ্মায় ৬০ হাজার মানুষের মৃত্যু হয়। এই তথ্য দেওয়ার পাশাপাশি যুক্তরাজ্যভিত্তিক চিকিৎসা ও জনস্বাস্থ্যবিষয়ক সাময়িকী ল্যানসেট বলছে, যক্ষ্মা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বাংলাদেশের রাজনৈতিক প্রতিশ্রুতির ঘাটতি আছে।

বাংলাদেশ সরকার যখন যক্ষ্মা প্রতিরোধ ও চিকিৎসায় নিজেদের সাফল্যের কথা প্রচার করছে, ঠিক তখন ল্যানসেট–এ বাংলাদেশ সম্পর্কে এই তথ্য প্রকাশিত হলো। তবে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির বিষয়ভিত্তিক পরিচালক অধ্যাপক মো. শামিউল ইসলাম প্রথম আলোকে বলেছেন, ‘ল্যানসেট–এর বক্তব্যের সঙ্গে আমরা একমত নই। আমরা ল্যানসেট–এর বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানাব।’

ল্যানসেট বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও জাতিসংঘের প্রতিষ্ঠানের ৭৭ জন গবেষক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে যক্ষ্মাবিষয়ক একটি কমিশন গঠন করে। ওই কমিশন বৈশ্বিক যক্ষ্মা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি যক্ষ্মামুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে কিছু সুপারিশ করেছে। কমিশনের প্রতিবেদন প্রবন্ধ আকারে ২০ মার্চ ‘বিল্ডিং এ টিউবারকিউলোসিস-ফ্রি ওয়ার্ল্ড: দ্য ল্যানসেট কমিশন অন টিউবারকিউলোসিস’ শিরোনামে ল্যানসেট অনলাইন সংস্করণে ছাপা হয়েছে।

৫৪ পৃষ্ঠার প্রতিবেদনে কমিশন বলেছে, বাংলাদেশ, চীন ও ইন্দোনেশিয়ার মতো দেশের সরকারগুলোকে যক্ষ্মা কর্মসূচির অর্থায়ন বৃদ্ধিতে টেকসই নীতিগত কর্মকাণ্ডের প্রতিশ্রুতি দিতে হবে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, রাজস্ব বৃদ্ধিতে তামাকের ওপর কর বাড়াতে হবে এবং স্বাস্থ্যের জন্য বিভিন্ন খাত থেকে অর্থ সংগ্রহ করতে হবে। যক্ষ্মার প্রাদুর্ভাব বেশি এমন ১০টি দেশের তালিকা দিয়ে কমিশন বলেছে, যক্ষ্মা নিয়ন্ত্রণে বাংলাদেশের প্রতিশ্রুতি নিম্ন স্তরের। নিম্ন স্তরের প্রতিশ্রুতির অর্থ হচ্ছে, যে দেশ বৈশ্বিকভাবে উচ্চপর্যায়ের কোনো সভায় বা প্রতিষ্ঠানে যক্ষ্মা নিয়ে কোনো প্রতিশ্রুতি ব্যক্ত করেনি। বাংলাদেশের সঙ্গে এই শ্রেণিতে আছে কঙ্গো ও তানজানিয়া। উচ্চ স্তরের প্রতিশ্রুতির দেশের শ্রেণিতে আছে ভারত, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা ও কেনিয়া। নিম্ন ও উচ্চ শ্রেণির মাঝামাঝি আছে ইন্দোনেশিয়া, পাকিস্তান ও মোজাম্বিক।

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির বিষয়ভিত্তিক পরিচালক অধ্যাপক মো. শামিউল ইসলাম বলেন, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির কিছু সীমাবদ্ধতা আছে ঠিকই। কিন্তু যক্ষ্মা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যও অনেক। রাজনৈতিক প্রতিশ্রুতি না থাকলে এই সাফল্য অর্জন সম্ভব হতো না। তিনি আরও বলেন, ২০১৮ সালের সেপ্টেম্বরে প্রথমবার যক্ষ্মা নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের অধিবেশন হয়েছিল। ওই অধিবেশনে বাংলাদেশের যক্ষ্মা কর্মসূচির সাফল্য তুলে ধরার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যক্ষ্মা নিয়ন্ত্রণে বাংলাদেশের প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন। এ রকম উদাহরণ আরও আছে। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির কর্মকর্তারা বলছেন, যক্ষ্মা রোগী শনাক্ত ও চিকিৎসার ২০১৮ সালের লক্ষ্যমাত্রার চেয়ে বাংলাদেশের অর্জন বেশি। একইভাবে ওষুধ প্রতিরোধী যক্ষ্মার ক্ষেত্রেও বাংলাদেশের অর্জন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। তবে শিশুদের যক্ষ্মা শনাক্তকরণ ও চিকিৎসায় লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছে দেশ। একইভাবে ওষুধের মাধ্যমে যক্ষ্মা প্রতিরোধের ক্ষেত্রেও কিছুটা পিছিয়ে দেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়