শিরোনাম
◈ খেলোয়াড়দের ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ নিউটনের বিরুদ্ধে, শাস্তি চায় মানবাধিকার কমিশন ◈ দেশের উন্নয়ন দেখে সহ্য হচ্ছে না বিএনপিসহ মির্জা ফখরুলের: আইনমন্ত্রী  ◈ আওয়ামী লীগ সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করেছে: মির্জা ফখরুল ◈ স্থানীয় জনগণ ও বাস্তবতা বিবেচনায় নিয়ে পরিকল্পনা প্রণয়ণের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে: প্রধানমন্ত্রী ◈ স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শেখ হাসিনাকে শুভেচ্ছা ◈ আশ্রয় আবেদন খারিজ হওয়ায় ১১ হাজার বাংলাদেশিদের ফেরত পাঠাবে ব্রিটেন  ◈ কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৫, আহত ৭ ◈ নাইজেরিয়ায় মসজিদে তালা দিয়ে আগুন, ১১ মুসল্লির মৃত্যু ◈ র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, এমন দাবি মিথ্যা: যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৯, ০৫:০২ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০১৯, ০৫:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকার সাফল্য দাবী করলেও আইএস ঝুঁকিতে বাংলাদেশও বাদ যাবে না বললেন, আলী রীয়াজ

কেএম নাহিদ :  ইলিনয় স্টেট ইউানিভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. আলী রীয়াজ মনে করেন, ভৌগলিক ভাবে আইএস খেলাফতের কথিত পরাজয় বলা হলেও আদর্শ হিসেবে, এইসব অনুসারীরা কিন্তু শেষ হয়ে যায়নি। ফলে আমাদের বিপদের কিন্তু শেষ হয়নি। আইএস অনুসারিরা ট্রেনিং নিয়ে বসে থাকবে না। আর এ ঝুঁকির মধ্যে বাংলাদেশও বাদ যাবে না। বোরবার বিবিসির সাথে একান্ত আলাপকালে একথা বলেন তিনি। বিবিসি বাংলা

তিনি বলেন, ২০১৬ সাল থেকে আমরা লক্ষ করছি, এরা ছড়িয়ে পড়ছে, এবং দুই ভাবে ছড়িয়ে পরার আশংকা থাকে। এইসব এলাকা সিরিয়া, ইরাক, ইয়েমেন, লিবিয়া, প্রভৃতি এলাকায় এক ধরণের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির সুযোগ পেলে তার সক্রিয় হবে। দ্বিতীয়ত যারা আইএস’ এর ডাকে ও আদর্শে অনুপ্রানিত হয়েছে, তারা যখন নিজ দেশে ফিরে আসবে তারা কী ধরনের কর্মকাণ্ডে  জড়াবে সেটা ভেবে দেখতে হবে। এটা একটা চ্যালেঞ্জর ব্যাপার। যেমনটা আমরা আফগানিস্থান, পাকিস্তান, নাইজেরিয়া, ফিলিপিন্সে দেখছি।

তিনি বলেন, বাংলাদেশে তুলনামূলকভাবে ঝুঁকির পরিমাণ কম থাকলেও , সরকার আইএস’ এর অস্তিত্ব অস্বীকার করলেও হলি আর্টিজমের হামলা দেখেছি। তার পর যে সমস্ত অভিযান দেখেছি, তাতে দেশের বাইরে থেকে আসা কিছু লোক ও মরে গেলো। আবার কিছু কিছু লোক আছে যারা এখন দেশের বাইরে থেকে আসতে চাচ্ছে। এটা দেশের জন্য দেশের নিরাপত্তার জন্য হুমকি। বিভিন্ন রকম নিরাপত্তামূলক অভিযান চালোনো হলোও। আদর্শীকভাবে মোকাবেলায় বাংলাদেশ তেমন দাবী করতে পারবে না।

যেকোনো ধর্মের উগ্রবাদ মোকাবেলা উপায় হলো আলাপ-আলোচনার পরিবেশ তৈরি। পরস্পরের মধ্যে বোঝাপড়ার পরিবেশ সৃষ্টি করা। এক্ষেত্রে দায়িত্ব সরকারের। শুধু পুলিশি অভিযান দিয়ে উগ্র সন্ত্রাস মোকাবেলা করা সম্ভব না। যে সমস্ত কারণে একজন মানুষ উগ্র সন্ত্রাসবাদে জড়ায় তা চিহ্নিত করে এর মোকাবেলা করতে হবে। এগুলো নিয়ে আলাপ আলোচনা করতে হবে। সমাজে যদি সহিংসতা উগ্রপন্থা সেটা যেকোনো নামে হোক বিদ্যমান থাকে তবে এই সমস্ত সংগঠন শক্তি বৃদ্ধি করতে পারে। সেদিকে নজর দিতে হবে সরকার, জনগণ-সকলের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়