শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২২ মার্চ, ২০১৯, ০৯:৪৭ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০১৯, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাড়ি প্রতি ডাবল ড্রাইভার নিয়োগ প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে বাধা কোথায়

জাবের হোসেন : ২) ২০১৮ সালে শিক্ষার্থীদের নজিরবিহীন এক আন্দোলন দেশবাসীকে চোখে আঙ্গুল দেখিয়ে দেয়, কী চলছে সড়ক পথে,আর কি চলবার কথা। সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশনা সাত মাসেও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। শিশু-কিশোরদের ওই আন্দোলনের পর নড়েচড়ে বসে প্রশাসন। আসে কিছু দৃশ্যমান পরিবর্তনও। এই কয়েক মাসের ব্যবধানে আবারও উচ্চকিত আন্দোলন কারীরা। এদিকে প্রতিদিনই ঝরছে মানুষের প্রাণ। গেল মঙ্গলবার রাজধানীতে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আবারও রাজপথে শিক্ষার্থীরা। চ্যানেল২৪।

৩) যদিও সড়কের এই বিশৃঙ্খলা রোধে গেল বছর সুনির্দিষ্ট বেশকিছু নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এই ৭মাসে তার কতখানি বাস্তবায়ন করতে পেরেছেন সংশ্লিষ্টরা। চালকরা বলছে, আমাদের এখনও সিঙ্গেল ড্রাইভাররায় গাড়ি চালাতে হয়। মাজেমধ্যে ৬ ঘন্টার জায়গায় ১২ ঘন্টাও লেগে যায়। এখনতো আমাদের কিছু করার নেই, এর জন্যই দুর্ঘটনা ঘটে। সরকার যে নির্দেশনা দিয়েছিলো তার কিছুই করা হয়নি।

৪) বাংলাদেশে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায় ২ জন করে চালক আমরা রাখতে চাই, মাঝ পথে বিরতি দিতে চাই। কিন্তু চালকের অভাবে সেটা এখনও করা যাচ্ছে না। আমাদে ১৪- ১৫ লাখ চালকই নেই সেখানে দুইজন করে ড্রাইভার দেয় এখন কিভাবে সম্ভব।

৫) সড়ক ও পরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশিত যে পাঁচ বিষয় আছে, অতিদ্রুত পারলে আগামীকাল থেকে বাস্তবায়ন করতে হবে। এখন এর জন্য আইন, নথিপত্র ইত্যাদি দেখার সময় পার হয়ে গেছে। যারা এতদিন করেনি তাদের এটার জন্য জবাবদিহি করতে হবে। সড়কের নৈরাজ্য যে অবস্থায় পৌঁছেছে এসব কোনো অজুহাতই এখন আর গ্রহণযোগ্য নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়