নিজস্ব প্রতিবেদক: ২. বাংলাদেশের জাতীয় দলে জায়গা না পেলেও ঘরোয়া লিগে দারুনভাবে নিজেকে মেলে ধরেছেন আনামুল হক বিজয়। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব হয়ে এইবারের আসরে খেলছেন তিনি। ব্যাট হাতে ব্যাক টু ক্যাক সেঞ্চুরি করে দারুন ফর্মে আছেন প্রাইম ব্যাংকের এই অধিনায়ক। মঙ্গলবার সেঞ্চুরি করে মুশফিকুর রহিম ও আশরাফুলকে ছাড়িয়ে গেলেন তিনি।
৩. এটা তার লিস্ট ‘এ’ ক্যারিয়ারের একাদশতম শতক। এই শতকের মাধ্যমে দ্বিতীয় স্থানে উঠেছেন তিনি। ১৩০ ম্যাচেই ১১টি শতকের দেখা পেলেন বিজয়। সমান দশ শতক নিয়ে তৃতীয় স্থানে আছেন মুশফিক ও আশরাফুল। মুশফিক খেলেছেন ২৮০ ম্যাচ ও আশরাফুল ২৫৪ টি ম্যাচ খেলেছে।
৪. লিস্ট ‘এ’ ক্রিকেটের বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক তামিম ইকবাল। তার সেঞ্চুরির সংখ্যা ১৬টি। ম্যাচ খেলেছেন মোট ২৩২ টি। চতুর্থ স্থানে আছেন ইমরুল কায়েস। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার সেঞ্চুরির সংখ্যা ৯। ৮টি করে সেঞ্চুরি নিয়ে পঞ্চম স্থানে আছেন নাঈম ইসলাম ও লিটন কুমার দাস এবং শাহরিয়ার নাফীস।