শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ১৯ মার্চ, ২০১৯, ০৪:১১ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০১৯, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে আ’লীগ নেতাকে কুপিয়ে জখম

নিউজ ডেস্ক : সিরাজগঞ্জে পূর্ব শত্রু তার জের ধরে আমিনুল ইসলাম (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চক শিয়ালকোল এলজিইডি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আমিনুল ওই গ্রামের মৃত ফজল শেখের ছেলে এবং ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।

স্বজনরা জানান, জমি নিয়ে দীর্ঘ দিন থেকে চক শিয়ালকোলের আমির হোসেনের সঙ্গে বিরোধ চলে আসছিল আমিনুল ইসলামের। এ নিয়ে গত ৮ মার্চ সদর থানায় একটি জিডিও করা হয়।

সোমবার সন্ধ্যায় আমিনুল ইসলামসহ কয়েকজন জমিতে গেলে আমিরের ভাড়াটিয়া সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় তারা আমিনুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়