শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ১৭ মার্চ, ২০১৯, ০৩:০২ রাত
আপডেট : ১৭ মার্চ, ২০১৯, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি মূল্যহীন : মিলা (ভিডিও)

নিউজ ডেস্ক : মাউথপিস হাতে হাজারো দর্শক-শ্রোতাদের সামনে সরাসরি গান গাওয়ার জায়গাটিই সবচেয়ে প্রিয় রকস্টার মিলার। দীর্ঘ ২ বছর বিরতি শেষে তাই স্টেজের মাধ্যমে গানের ফিরলেন তিনি। হ্যাঁ, গত ৪ মার্চ গাজীপুর জেলা স্টেডিয়ামে ‘স্বাধীন বাংলা কনসার্ট'র মাধ্যমে গানে তথা মঞ্চে ফিরলেন মিলা।

এ প্রসঙ্গে মিলা বলেন, গানে ফিরে বোঝলাম, দর্শক-শ্রোতাদের কাছে আমার নূন্যতম আবেদন ফুরিয়ে যাইনি। বরং বেড়েছে। দীর্ঘদিন পরে মঞ্চে ফিরে হাজার মানুষের উপস্থিতি দেখে নিজের মধ্যে অন্যরকম একটা ভালোলাগা কাজ করেছে। মনে হয়েছে, গানই আমার সব। গান ছাড়া আমি মূল্যহীন। আমি গানের সঙ্গেই থাকতে চাই। গান নিয়েই থাকতে চাই। আমি আর আমার ভক্ত-অনুরাগী এবং শ্রোতাদের বঞ্চিত করতে চাই না।

সামনে গান নিয়ে পরিকল্পনায় মিলা বলেন, আজীবন গান করে যেতে চাই। গানের পাশাপাশি সামনে মানুষের জন্য সরাসরি কাজ করার ইচ্ছে আছে। দুই বছর বিয়ে, মামলা, বিচ্ছেদ এসব নিয়েই কেটে গেছে। মানসিকভাবে ছিলাম বিধ্বস্ত। এখনো রেশটা রয়ে গেছে। এখন নিজেকে শক্ত করছি। নিজেকে তৈরি করছি- মানুষের সেবা করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্যে। খোলাখুলি করেই বলি- আমার ভিতরে একটা প্রতিশোধস্পৃহা কাজ করছে। সেটা থেকেই যাবে। এই সমাজে আমার মতো অসংখ্য মেয়ে প্রতারণার শিকার হচ্ছে। অবহেলিত হচ্ছে। নির্যাতিত হচ্ছে। আগামীতে এইসব মানুষের জন্য কিছু করতে চাই। কারণ নিজের জীবন থেকে অনেক কিছু শিখেছি। অন্যের কষ্টের তীব্রতা এখন আমি অনুবাধন করতে পারছি। তাই আমার জীবনের কঠিন-করুণ এই শিক্ষাকে কাজে লাগাতে চাই, বঞ্চিত নারীদের পাশে দাঁড়ানোর মাধ্যমে।

মিলা তার অতীতকে ভুলে যেতে চান না। তবে পেছনে পড়ে থেকে নয়, সামনে এড়িয়ে যাবার লক্ষ্যে- অতীতকে লালন করবেন তিনি। আগামীতে বঞ্চিত নারীদের পাশে দাঁড়ানো মহৎ পরিকল্পনা গ্রহণ করেছেন দেশিয় এই রিয়েল রকস্টার।

স্টেজে মিলা (ভিডিও):

  • সর্বশেষ
  • জনপ্রিয়