সাইদুর রহমান : ১. স্বপ্ন সাধারণত তিন প্রকার হয়ে থাকে। এক. আল্লাহর পক্ষ থেকে। দুই. শয়তানের পক্ষ থেকে। তিন. মনের খেয়ালী কল্পনা। এ বিষয়ে নবী সা. বলেছেন, স্বপ্ন তিন প্রকার। আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, মনের কল্পনা, এবং শয়তানের ভীতিপ্রদর্শন। (আহমদ, ৯১২৯, ইবনে মাজাহ, ৩৯০৬)
২. অন্য এক বর্ণনায় এসেছে, শয়তানের পক্ষ থেকে ভয়ানক স্বপ্ন, যার দ্বারা সে আদম-সন্তানকে দু:খ-কষ্ট দিয়ে থাকে। (ইবনে মাজাহ, ৩৯০৭)
৩. দু:স্বপ্ন কারো ক্ষতি করে না। এ বিষয়ে হাদীসে এসেছে, নবী সা. বলেন, তোমাদের কেউ যখন এমন স্বপ্ন দেখে যা তাকে সে পছন্দ করে তাহলে তা আল্লাহর পক্ষ থেকে। সুতরাং সে যেন তার জন্য আল্লাহর প্রশংসা করে এবং তা অপরের নিকট বর্ণনা করে| পক্ষান্তরে যদি এ ছাড়া অন্য কিছু দেখে যা সে অপছন্দ করে, তাহলে তা শয়তানের পক্ষ থেকে। সুতরাং সে যেন তার মন্দ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে এবং তা অপরের নিকট বর্ণনা না করে। কারণ তা তার কোনো ক্ষতি করতে পারবে না। (আহমাদ, ১১০৫৪, বুখারি, ৬৯৮৫, ৭০৪৫)