শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৭ মার্চ, ২০১৯, ১২:০০ দুপুর
আপডেট : ১৭ মার্চ, ২০১৯, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমলগঞ্জে বিভক্তি আর বিরোধে আওয়ামী লীগ, সুবিধাজনক অবস্থানে ওয়ার্কার্স পার্টি

সাদিকুর রহমান সামু: আগামী ১৮ মার্চ ২য় ধাপে অনুষ্ঠিত হবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাচন। এ নির্বাচনের প্রচারণার শেষ দিন শনিবার জমে ওঠেছে প্রচারণা। এই উপজেলায় বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের থাকলেও এবারের নির্বাচনে আওয়ামী লীগের বড় ভয় ‘বিভক্তি আর বিরোধ’। দলীয় প্রার্থীর বিরুদ্ধে বর্তমান সাংসদ আব্দুস শহীদের ছোট ভাই স্বতন্ত্র প্রার্থী হওয়াতে দলের ভোট ব্যাংকে ভাগ হয়ে গেছে। যার ফলে চা বাগান অধূষ্যিত এই উপজেলায় চেয়ারম্যান পদে হাতুড়ি প্রতীকে একক প্রার্থী নিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তান চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান (নৌকা), তার বিপরীতে দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ বর্তমান সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদের ছোট ভাই স্বতন্ত্র প্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুল (আনারস) ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী কমরেড আব্দুল আহাদ মিনার (হাতুড়ি) প্রতীক নিয়ে প্রচারণায় ব্যস্ত রয়েছেন।

জানা যায়, বর্তমানে আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান ও সংসদ সদস্য আব্দুস শহীদের কমলগঞ্জের রাজনীতিতে গ্রুপিং রয়েছে। উপজেলা নির্বাচনে রফিকুর রহমান ও সংসদ সদস্যের ছোট ভাই ইমতিয়াজ আহমদ বুলবুল দলীয় মনোনয়ন চান। কিন্তু দল রফিকুর রহমানকে মনোনয়ন দিলে স্বতন্ত্র প্রার্থী হন ইমতিয়াজ আহমদ বুলবুল। এমতাবস্থায় ছয় বারের সাংসদ আব্দুস শহীদের বলয়ে দলীয় ভোট ব্যাংকের একটা অংশ তার ভাই ইমতিয়াজ আহমদের পক্ষে চলে যায়। এর ফলে দলের চেয়ারম্যান প্রার্থী রফিকুর রহমান আচরণবিধি অমান্য করার অভিযোগ তোলেন সাংসদ আব্দুস শহীদের বিরুদ্ধে।

অন্যদিকে চা শ্রমিক ভোট ব্যাংকের এই উপজেলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির হাতুড়ি মার্কার প্রার্থী কমরেড আব্দুল আহাদ মিনার ঝুপ বুঝে কুম বসাচ্ছেন সবখানে। বৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনে না আসায় জিমিয়ে পড়া ভোটরদের বিকল্প প্রতীক হাতুড়ি মাকায় ভোট দিতে উদ্বুদ্ধ করছেন তিনি। এরই মধ্যে তার সাথে যোগ দিয়েছেন চা শ্রমিকরা। তাদের নিয়ে গণসংযোগ ও পথসভা করছেন তিনি। এছাড়া আওয়ামী বিরোধী ভোটাররা তার বহরে শামিল হচ্ছেন।

ওয়াকার্স পার্টি মনোনিত প্রার্থী কমরেড আব্দুল আহাদ মিনার বলেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি খেটে খাওয়া দিনমজুর শ্রমিক ও সাধারণ মানুষের পার্টি। এই উপজেলায় প্রায় অর্ধেক ভোটর হচ্ছেন চা শ্রমিকরা। তাদের ব্যবহার করে আওয়ামী লীগ বারবার ক্ষমতা নিশ্চিত করেছে। কিন্তু তাদের কল্যাণে যথাযথ কোন কাজ করা হয়নি। এবার সেসকল ভোটার শ্রমজীবি মানুষের সংগঠন ওয়ার্কার্স পার্টিও হাতুড়ি প্রতীকে ভোট দেয়ার প্রত্যয় জানিয়েছেন। এই আসন থেকে ছয় বারেরমত এমপি নির্বাচিত করেছে মানুষ উপজেলা চেয়ারম্যান ও কমলগঞ্জ পৌরসভার মেয়র সবাই আওয়ামী লীগ থেকে নির্বাচিত। কিন্তু পর্যটন নগরী কমলগঞ্জের রাস্তাঘাট ও জীবনমানের সঠিক উন্নয়ন হয়নি।

এবারের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা অর্জনের জন্য মানুষকে ব্ল্যাকমেইল করছে। এক দল থেকে দুই প্রার্থী হয়ে তারা নিজেদের শক্তি প্রতিষ্ঠা করতে চায়। তারা জনগণের উন্নয়নের জন্য নির্বাচন করছেনা। আমি কেন্দ্রীয় রাজনীতি করেছি কিন্তু এমন ক্ষতার লড়াই দেখিনি। মানুষ যেভাবে হাতুড়ি প্রতীকে সাড়া দিয়েছে তাতে করে এটা স্পষ্ট তারা স্বাধীনভাবে ভোট দিতে চায়। কোন কারচুপি না হলে এই উপজেলায় আমাদের জয় ঠেকানো যাবেনা।

আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক রফিকুর রহমান বলেন, এই উপজেলায় সব সময় আওয়ামী লীগের নৌকা প্রতীকে মানুষ ভোট দিয়েছেন। আমাকেও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন। সুতরাং দলের যে অভ্যন্তরীন গ্রুপিং রয়েছে তা নোংরামি হলেও আমার জয় আটকানো যাবেনা। আওয়ামী লীগে প্রার্থী থাকার পর বিদ্রোহী প্রার্থী হয়ে নিজেকে আওয়ামী লীগ পরিচয় দিয়ে ভোট চাইলে মানুষ তা মানবেনা। আসল আর নকল মানুষ ঠিকই চিনে নিচ্ছে।

এব্যাপারে স্বতন্ত্র প্রার্থী ইমতিয়াজ আহমদ বুলবুল বলেন, বিগত নির্বাচনে আমি আওয়ামীলীগের প্রার্থীর জন্য কাজ করেছি। কিন্তু তিনি নির্বাচিত হয়ে উপজেলাবাসীর জন্য কিছুই করতে পারেননি বলেই তার প্রতি মানুষের ক্ষোভ রয়েছে। আমার ভাই স্থানীয় সাংসদ বলেই আমরা মানুষের কল্যাণে ব্যাপক কাজ করেছি। তাই এবার উপজেলা নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করায় আওয়ামী লীগ সহ সর্বস্তরের ভোটররা আমার পক্ষে মাঠে নেমেছেন।

এই উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ছিদ্দেক আলী (তালা), রামভজন কৈরী (টিউবওয়েল), শাব্বির এলাহি (চশমা) ও আং মুয়ীন ফারুক (মাইক), মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার লিলি (ফুটবল) ও বিলকিস বেগম (পদ্মফুল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে কমলগঞ্জে উপজেলা মোট ভোটর একলক্ষ ৭৯ হাজার ২৮৫ জন। তার মধ্যে নারী ভোটর ৮৯ হাজার ৭৯০ ও পুরুষ ভোটার ৮৯ হাজার ৪৯৫ জন। আগামী ১৮ মার্চ ২য় ধাপে এই উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়