শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৯, ০৬:৩১ সকাল
আপডেট : ১৩ মার্চ, ২০১৯, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিজিওথেরাপিতে ইউরিনারি ইনকন্টিনেন্স ভালো হয়

সুমন পাইক : ফিজিওথেরাপি নিয়মিত করানোর ফলে নারীদের ইউরিনারি ইনকন্টিনেন্স প্রবণতা সম্পূর্ণভাবে ভালো হয়ে যায়। বাংলাদেশে পরিচালিত এক গবেষণায় বিষয়টি উঠে এসেছে। সম্প্রতি গবেষণাটি করে গণস্বাস্থ্যকেন্দ্র ও কানাডার আলাবার্টা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক সেমিনারে গবেষণার ফল তুলে ধরা হয়েছে। ‘ম্যানেজিং ইউরিনারি ইনকন্টিনেন্স ইন ইল্ডার্লি ভিলেজ ওমেন ইন রুরাল বাংলাদেশ : এ ক্লাস্টার র‌্যান্ডমাইজড ট্রায়াল অব এ কমিউনিটি এক্সারসাইজ বেজড ইন্টারভেনশন’ শীর্ষক এ সেমিনারে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি অধ্যাপক আবুল কাসেম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্স সেন্টারের (পিপিআরসি) নির্বাহী সভাপতি ড. হোসেন জিল্লুর রহমান।

সেমিনারের শুরুতে গবেষণার ফলাফল উপস্থাপনা করেন কানাডার আলবার্টা বিশ্ববিদ্যালয়ের প্রিভেনটিভ মেডিসিনের অধ্যাপক নিকোলা চেরী এবং জেরিয়েট্রিক মেডিসিন অধ্যাপক আদ্রিয়ান ওয়াগ। তারা বলেন, গণস্বাস্থ্যকেন্দ্র ও আলবার্টা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে চার বছর মেয়াদি গবেষণা কাজটি সম্পন্ন হয়েছে। গবেষণাটি গণস্বাস্থ্যকেন্দ্রের কর্ম এলাকার গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, শেরপুর, পাবনা গাজীপুর ও ভোলা জেলার ৩২টি গ্রামের ৬০ থেকে ৭৫ বছর বয়সের প্রসাবঝরে পড়ে এমন ৫৭৯ জন নারীকে নিয়ে করা হয়। প্রথম তিন মাস ফিজিওথেরাপিস্ট’র মাধ্যমে তাদের গ্রামের মধ্যে একটি স্থান নির্ধারণ করে ফিজিওথেরাপি করানো হয়। পরবর্তী তিন মাস তারা নিজেরা ফিজিওথেরাপি করেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য বিভাগের সিনিয়র পরিচালক এ কে এম রেজাউল হক জানান, বর্তমানে যদি ফিজিওথেরাপি চিকিৎসকদের তত্বাবধানে ফিজিওথেরাপি চিকিৎসা দেয়া যায় তাহলে এর কর্মপরিধি বিস্তৃত করা সম্ভব হবে এবং বেশিসংখ্যক দরিদ্র বয়স্ক নারীর সেবা দেয়া সম্ভব হবে।

প্রধান অতিথি পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশান রিসার্স সেন্টারের (পিপিআরসি) নির্বাহী সভাপতি ড. হোসেন জিল্লুর রহমান বলেন, নারীদের এই সমস্যা বাংলাদেশের একটি বড় সমস্যা এবং এ সমস্যা সম্পর্কে অবশ্যই তাদের জানাতে হবে। ব্যায়ামের মাধ্যমে এ সমস্যা সমাধান করার বিষয়টি সম্পর্কেও জনসচেতনতা তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, এ গবেষণার মাধ্যমে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ হয়েছে, যে কোনো সমস্যার সমাধানে এটি খুবই গুরুত্বপূর্ণ। এ কাজের মাধ্যমে ফিজিওথেরাপিস্ট ও প্যারামেডিকসদের সেবাদানের নতুন দ্বার উন্মোচিত হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়