শিরোনাম

প্রকাশিত : ০৮ মার্চ, ২০১৯, ০৫:৪৪ সকাল
আপডেট : ০৮ মার্চ, ২০১৯, ০৫:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরিয়া ও কাপড়ের মাড় দিয়ে চানাচুর তৈরি!

ঢাকা ট্রিবিউন: ইউরিয়া, সোডা ও কাপড়ের মাড় দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির দায়ে সিরাজগঞ্জ সদর উপজেলার তেলকুপি এলাকার অ্যানি ফুডসকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয় বলে ইউএনবির একটি প্রতিবেদনে জানা গেছে।

এসময় কোম্পানিটির কারখানা থেকে খাবার সোডা, ইউরিয়া ও কাপড়ের মাড় উদ্ধার করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান, “কারখানায় জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইউরিয়া, খাবার সোডা ও কাপড়ের মাড় দিয়ে বেকারি পণ্য উৎপাদন দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। উৎপাদিত চানাচুরের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখও নেই। এছাড়া বিএসটিআইয়ের ছাড়পত্র, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, কর্মচারীদের স্বাস্থ্য সনদ, কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তরের সনদপত্র, ফায়ার সার্ভিসের ছাড়পত্র ও ট্রেড লাইসেন্স নেই। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অ্যানি ফুডসের মালিক শহিদুল ইসলামকে জরিমানা করা হয়”।

অভিযান চলাকালে সদর থানা পুলিশের এসআই আশুতোষ চন্দ্র দাসসহ ভ্রাম্যমাণ আদালতের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়