শিরোনাম
◈ কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৫, আহত ৭ ◈ নাইজেরিয়ায় মসজিদে তালা দিয়ে আগুন, ১১ মুসল্লির মৃত্যু ◈ র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, এমন দাবি মিথ্যা: যুক্তরাষ্ট্র ◈ সিলেটে ফিলিং স্টেশনে আগুন ◈ শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ ◈ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর প্রাণহানি চেষ্টার নিন্দা জানালেন শেখ হাসিনা ◈ শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন  ◈ আইনি সহায়তা দিতে ‘পরামর্শ কর্মকর্তা’ নিয়োগ দেবে সরকার ◈ মিঠাপানির ঝিনুকে উৎপাদিত মুক্তার গহনা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর  ◈ কোরবানিতে চাহিদার চেয়ে পশু বেশি: প্রাণিসম্পদ মন্ত্রী

প্রকাশিত : ০২ মার্চ, ২০১৯, ০৭:৪৪ সকাল
আপডেট : ০২ মার্চ, ২০১৯, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পথে পথে চাঁদাবাজি ও হয়রানিতে আনারসের ন্যায্য দাম দিতে পাচ্ছেন না রাঙামাটির ব্যবসায়ীরা 

নুর নাহার :  আগাম আনারসে ভরপুর হয়ে উঠেছে রাঙ্গামাটির বাজার। তবে তুলনামুলক কম দাম পাচ্ছেন বলে অভিযোগ চাষীদের। পথে পথে চাঁদাবাজি ও হয়রানির কারণে দাম কম দিতে হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ইনডিপেন্ডেন্ট টিভি।
সাধারণত আনারসের মৌসুম শুরু হয় বছরের মাঝামাঝি সময়ে। কিন্তু মৌসুম শুরুর ৪-৫ মাস আগেই বাজারে আসতে শুরু করেছে আনারস। বর্তমানে আগাম আনারসে ভরপুর বাজার।

একসময় আগাম জাতের হানিকুইন আনারসের বেশ দাম পেয়েছিলেন চাষীরা। কিন্তু বর্তমানে দাম কমে গেছে বলে জানান তারা। আনারস ব্যবসায়ীরা বলেন, অনেক বড় বড় আনারস ৪/৫ টাকা দাম। আমরা মনে করছি দাম বাড়বে কিন্তু এখন দেখি দাম নাই।

তবে পথে পথে চাঁদা দিতে হয় বলে চাষীদের ন্যায্য দাম দিতে পারে না বলে স্বীকার করলেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলেন, পুলিশরা চাঁদাবাজি করছে, ব্যবসায়ীদের নির্যাতন করছে।

মৌসুম ছাড়াও চাষীদের আয়ের উৎস তৈরি হয় এসব আগাম ফল দিয়ে। এর জন্য কৃষিবিভাগও দিচ্ছে প্রযুক্তিগত সহায়তা।
রাঙামাটি কৃষি বিভাগের উপ-পরিচালক, পবন কুমার চাকমা বলেন, কৃষকদের সারা বছর আনারস চাষের জন্য যে প্রযুক্তি তা তাদের দেয়া আছে। সেই প্রযুক্তির কারণেই তারা দেড় বছরের ফসল ১ বছরেই পেয়ে যাচ্ছে।

চলতি বছর ১৭হাজার হেক্টর জমিতে আনারস চাষ করা হয়েছে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার মেট্টিক টন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়