শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩০ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুগঞ্জে সব ধরনের নৌযান চলাচল বন্ধ

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: বঙ্গোপসাগরে পশ্চিমা লঘুচাপের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বুধবার সকালে আশুগঞ্জ বন্দরকে এক নাম্বার সতর্ক সংকেত দেখাতে বলা হয়। তবে বিকেলে ২ নাম্বার সতর্ক সংকেত দেখিয়ে সকল নৌযানকে নিরাপদ আশ্রয়ে রাখার জন্য বলেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আশুগঞ্জের পরিদর্শক মো. শাহ আলম। এদিকে বঙ্গোপসাগরে পশ্চিমা লঘুচাপের কারণে গত সোমবার থেকেই জেলায় বৃষ্টিপাতের পাশাপাশি দমকা হাওয়া বয়ে যাচ্ছে। বৃষ্টিপাতের কারণে আশুগঞ্জ নৌবন্দরের বিভিন্ন মালবাহী জাহাজ থেকে পণ্য খালাসও করা যাচ্ছে না। পাশাপাশি নৌ রুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চও বিভিন্ন ঘাটে আটকা পড়েছে। এতে করে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আজ বিকেলে আশুগঞ্জ ও এর আশপাশের এলাকায় ঝড়ো হাওয়া বয়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আশুগঞ্জের সূূএ জানান, বঙ্গপসাগরে পশ্চিমা লঘুচাপের কারণে সারাদেশে বৃষ্টিপাত ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে। যার কারণে বুধবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে যাত্রীবাহীসহ সকল প্রকার নৌ চলাচল বন্ধ রয়েছে।

এছাড়াও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আশুগঞ্জ নৌবন্দরকে ২ নাম্বার সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ সময় সকল প্রকার নৌযান চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়