জিরুশেখ, নড়াইল : সংসদ সদস্য নির্বাচিত হবার পরে প্রথমবারের মতো সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় এ অংশগ্রহণ করলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজা। বুধবার (২৭ফেব্রুয়ারী) সকালে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন পিপিএম, নড়াইল পৌরমেয়র জাহাঙ্গীর হোসেন, গণপূর্ত নির্বাহী প্রকৌশলী মো.আহসান হাবীব,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.শাহনেওয়াজ সহ সড়ক ও জনপথ, এলজিইডিসহ জেলার সকল প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এসময় মাশরাফি নড়াইলের উন্নয়নে প্রধানত স্বাস্থ্য, শিক্ষা, নদীদখল, সড়ক উন্নয়নে যথাযথভাবে কর্মপরিকল্পনা গ্রহণের তাগিদ দেন। গ্রীন নড়াইল-ক্লীন নড়াইল গঠনে জেলা প্রশাসনের ভূমিকার প্রশংসা করে মাশরাফি বলেন,সকল চলমান উন্নয়ন কর্মকাণ্ড অব্যহত রেখে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে এমনভাবে কাজ করতে হবে যে আমাদের কাঙ্খিত নড়াইল গঠন করা সম্ভব হবে।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌছালে মাশরাফিতে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়। উৎসুক কর্মকর্তা ছাড়াও মাশরাফির ভক্তরা এসময় উপস্থিত ছিলেন।