শিরোনাম
◈ কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৫, আহত ৭ ◈ নাইজেরিয়ায় মসজিদে তালা দিয়ে আগুন, ১১ মুসল্লির মৃত্যু ◈ র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, এমন দাবি মিথ্যা: যুক্তরাষ্ট্র ◈ সিলেটে ফিলিং স্টেশনে আগুন ◈ শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ ◈ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর প্রাণহানি চেষ্টার নিন্দা জানালেন শেখ হাসিনা ◈ শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন  ◈ আইনি সহায়তা দিতে ‘পরামর্শ কর্মকর্তা’ নিয়োগ দেবে সরকার ◈ মিঠাপানির ঝিনুকে উৎপাদিত মুক্তার গহনা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর  ◈ কোরবানিতে চাহিদার চেয়ে পশু বেশি: প্রাণিসম্পদ মন্ত্রী

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:২২ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরণখোলায় গ্রামীণ জনপদ উন্নয়নের অর্থ আত্মসাতের অভিযোগ

নইন আবু নাঈম, শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় দু’ইউপি সদস্যের বিরুদ্ধে জনপদ উন্নয়ন প্রকল্পের কাজ না করে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৮-১৯ অর্থ বছরে টেস্ট রিলিফ (টিআর) এর অনুকূলে উপজেলার ৪টি ইউনিয়নের গ্রামীণ জনপদের রাস্তাঘাট উন্নয়নের জন্য বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা পরিষদ কার্যালয় প্রায় ৭০ টি প্রকল্পের অনুকূলে ৪০ লক্ষাধিক টাকা বরাদ্দ দেন। কিন্তু উপজেলার সাউথখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আ. হালিম শাহ্ উত্তর সাউথখালী চৌকিদার বাড়ি নামের একটি প্রকল্পের অধীনে ৮০ হাজার টাকা বরাদ্দ পেয়েও কোন কাজ করেননি।

একই ভাবে ওই ইউনিয়নের ২ নং বকুলতলা ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ খলিলুর রহমান বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট ও একটি ইট সোলিং রাস্তা করণসহ দুটি প্রকল্পের অনুকূলে সরকারি বরাদ্দকৃত ১.৫০.০০০ হাজার টাকা গ্রহণ করেও কোন কাজ না করেই প্রকল্প দুটি কাগজে কলমে বাস্তবায়ন দেখিয়েছেন।

এ বিষয়ে খোঁজ খবর নিতে সম্প্রতি সরেজমিনে ওই এলাকায় গেলে গ্রামীণ জনপদ উন্নয়নের নামে সরকারি অর্থ হরিলুটের চিত্র দেখা যায়। নাম প্রকাশ না করার শর্তে মধ্য সাউথখালী ও বকুলতলা গ্রামের কয়েকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, গ্রামীণ রাস্তাঘাট উন্নয়নের জন্য সাউথখালী ইউনিয়নে ১৪/১৫ টি প্রকল্পের অনুকূলে লাখ লাখ টাকা সরকারি বরাদ্দ পেয়েও সংশ্লিষ্টরা কোন কাজ না করে তাদের ভাগ্যের উন্নয়ন করেছেন। জনসাধারণের দুর্ভোগের কথা বলে প্রতিবছর সরকারি নানামুখী বরাদ্দ পেয়েও জনপ্রতিনিধিরা তা বাস্তবায়ন না করে লুটপাট চালায়। যার ফলে জনবান্ধব উন্নয়নমুখী সরকারের ব্যাপারে জনসাধারণের মাঝে সমালোচনা শুরু হয়। প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্টদের স্বচ্ছতা ও জবাবদিহীতা না থাকায় লুটপাট থামানো যাচ্ছে না।

এ ব্যাপারে ইউপি সদস্য আ. হালিম ও খলিলুর রহমান সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, প্রকল্পের নিয়ম অনুসারে সঠিক ভাবে কাজ করা হয়েছে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় তার কাগজ পত্র দাখিল করা হয়েছে।

তবে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নাছির উদ্দিন জানান, গ্রামীণ জনপদ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কেউ কোন অনিয়মের আশ্রয় নিলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়