শিরোনাম
◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ ◈ কঠোর হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের, নিচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি ◈ কুমিল্লা-৬ সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার,দিলেন নির্বাচন পরিচালনার দায়িত্ব ◈ বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে ◈ চূড়ান্ত হলো নবম পে স্কেলের গ্রেড সংখ্যা ◈ যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতে যেসব সমস্যার মুখোমুখি হতে পারেন প্রবাসী বাংলাদেশিরা ◈ জামায়াতসহ ১১ দলের ২৫৩ আসনে সমঝোতা, কোন দলের কত প্রার্থী ◈ বি‌সি‌বির প‌রিচালক নাজমুল প্রকাশ্যে ক্ষমা চাইলে শুক্রবার খেলতে প্রস্তুত ক্রিকেটাররা ◈ দেড় ঘণ্টা বৈঠক শেষে বৈঠক শেষে যমুনা ছাড়লেন তারেক রহমান ◈ গণভোট নিয়ে পরিকল্পিত মিথ্যাচার ছড়ানো হচ্ছে : অধ্যাপক আলী রীয়াজ

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:০০ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুদকের সক্ষমতার অভাবে, দুর্নীতি দমন আশানুরুপ হচ্ছে না বলে মনে করেন আফসান চৌধুরী

কেএম নাহিদ : দুর্নীতি দমন কমিশনের কাঠামোগত সমস্যার কারণে দুর্নীতি দমন করা সম্ভব হচ্ছে না বলে মনে করেন লেখক ও গবেষক আফসান চৌধুরী। সোমবার ডিবিসি টেলিভিশনের সংবাদ সম্প্রসারণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আফসান চৌধুরী বলেন,আমি ২০১৪ সালে দুর্নীতি জরিপের ওপর একটি গবেষণা করেছিলাম। তাতে দেখা গেছে দুর্নীতি দমন কমিশন যে কাঠামোতে কাজ করে দুর্নীতি দমন করছে, তাতে তাদের কি সেই সক্ষমতা আছে কিনা সে প্রশ্ন উঠে আসে। তিনি বলেন, বর্তমান দুর্নীতি কমিশনে দিয়ে দুর্নীতি কমানো সম্ভব না, তাদের ওই জরিপে এ রকম তথ্য পাওয়া গেছে।

আফসান চৌধুরী বলেন, আমরা একটা বড় তালিকা দেখেছি কারা কারা দুর্নীতি করেছে, তাতে দেখাগেছে মিটার রিডার ইত্যাদি, সহ বিভিন্ন ক্যাটাগরির লোকজন। তিনি বলেন, কোন বড় দুর্নীতিবাজরা ধরা পরেনি আজ পর্যন্ত। যেখানে নিয়ম কানুন আছে যারা বেশি দুর্নীতি করেছে। তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে হলে অনুমতি নিতে হবে, তাতে আমার মনে সংসয় জাগে, দুনীতি দমন কতোটা বাস্তব হবে, কতোটা দুর্নীতি দমন হবে।

তিনি বলেন, আমাদের অর্থনৈতিক প্রশাসনিক যে কাঠামো সেটা যদি দুর্নীতিগ্রস্থ হয় তাহলে দক্ষতা অর্জন করা যাবে না। এটা আমাদের রাষ্ট্রীয় সমস্যা, রাষ্ট্র কতোটা সুচারুভাবে তার দায়িত্ব পালন করতে পারে। তারা দু একটা দুর্নীতিবাজ ধরলো কিছুদিন হৈচৈ করলো এতে কোন সিস্টেমের ওপর চাপ পড়বে না।

তিনি বলেন, আমাদের দুর্নীতি কমিশনের উচিত হবে প্রশাসনের সব সেক্টরে একসাথে দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা না করে। কয়েকটি মডেল মন্ত্রণালয় নিয়ে কাজ করলে আস্তে আস্তে দুর্নীতি রোধ করা সম্ভব বলে আমি মনে করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়