শিরোনাম
◈ আওয়ামী লীগের দুজনকে ছাড়াতে ওসিকে যুবদল নেতার হুমকি, ‘আপনার রিজিক উঠে গেছে’ ◈ ৬’শ টাকায় যত খুশী ততবার ট্রেন ভ্রমণ, জানে না অনেকেই! (ভিডিও) ◈ আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ  ◈ হ‌কি সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে বাংলা‌দেশ ৮-২ গো‌লে হে‌রে গে‌লো পাকিস্তানের কা‌ছে ◈ ফের গ্রিন কার্ডের জন্য কঠিন শর্ত দিলো যুক্তরাষ্ট্র ◈ সন্ত্রাসী‌দের ভ‌য়ে পাকিস্তান থেকে দেশে ফিরতে চাওয়া নিজ দে‌শের ক্রিকেটারদের কড়া বার্তা দিলো লঙ্কান বোর্ড ◈ আর্চারিতে মিশ্র ই‌ভে‌ন্টে ভারতের কাছে হেরে রৌপ‌্য পদক জিতল বাংলাদেশ ◈ প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ লঙ্ঘিত হয়েছে: সালাহউদ্দিন আহমদ ◈ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, গেজেট প্রকাশ ◈ যশোরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:১৩ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসিকে ভয় পান না রিয়ালের নতুন তারকা ভিনিসিয়াস

জাগো নিউজ থেকে:  আগামী বৃহস্পতিবার এবং রোববার- পরপর দু’টি এল ক্লাসিকো ম্যাচে মুখোমুখি হবে দুই স্প্যানিশ চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। প্রথমটি কোপা দেল রে’র দ্বিতীয় লেগের ম্যাচ আর দ্বিতীয়টি স্প্যানিশ লা লিগার ম্যাচ।

সে ম্যাচের আগে সেভিয়ার বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক করে নিজেকে ঝালিয়ে নিয়েছেন বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসি। কিন্তু রিয়াল মাদ্রিদের তরুণ তারকা, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র জানিয়ে দিয়েছেন তার দল কাউকেই ভয় পায় না।

ম্যাচের আগে নিজেদের প্রস্তুতির ব্যাপারে বলতে গিয়ে প্রতিপক্ষের সম্পর্কে ভিনিসিয়াস বলেন, ‘মেসি তো সবসময়ই খেলে বার্সায়। সে দুর্দান্ত খেলোয়াট। কিন্তু আমরা কাউকেই ভয় পাই না। আমরা প্রস্তুত আছি এবং আমাদের দলেও বিশ্বসেরা খেলোয়াড়েরা আছেন।’

ভিনিসিয়াস ভয় না পেলেও মেসি নিজেই সমীহ আদায় করে নেন রিয়াল মাদ্রিদের। কেননা নিজের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক এই রিয়ালের বিপক্ষেই করেছেন মেসি। এছাড়া এখনো পর্যন্ত এল ক্লাসিকোর সর্বোচ্চ গোলদাতাও এ আর্জেন্টাইন তারকা।

এদিকে নিজের প্রথম এল ক্লাসিকো খেলতে মুখিয়ে রয়েছেন ব্রাজিলের ১৮ বছর বয়সী তারকা ভিনিসিয়াস। তিনি বলেন, ‘এক সপ্তাহে দুইটি এল ক্লাসিকো। সারা বিশ্বের সবাই সে দুই ম্যাচের জন্য অপেক্ষায় আছেন। আমি নিজেও আর অপেক্ষা করতে পারছি না। এটা খুবই গুরুত্বপূর্ণ। সব খেলোয়াড়ই চাইবে নিজেকে এল ক্লাসিকো ম্যাচে জড়িয়ে রাখতে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়