হীরা: ফাগুনের প্রথম বৃষ্টিতে গরমের গুমোটের ভাব কেটে নগরীসহ জেলার দশ উপজেলায় ফিরে এসেছে শীতের আমেজ। রবিবার দিবাগত রাত সাড়ে পাঁচটার দিকে বজ্রবৃষ্টি শুরু হয়ে চলে সোমবার দুপুর পর্যন্ত।
বরিশাল আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আনিসুর রহমান বলেন, বঙ্গোপসাগরের মৌসুমের স্বাভাবিক লঘুচাপের কারণে রবিবার দিবাগত রাত সাড়ে পাঁচটা থেকে দুপুর পর্যন্ত হালকা ও মাঝারি বৃষ্টিপাতে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তিনি আরও বলেন, কালবৈশাখী ঝড় আসবে এমন প্রভাবে বৃষ্টিপাত। অপরদিকে আবহাওয়ার পূর্বাভাসে বরিশালের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ সংকেত দেখাতে বলা হয়। বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বরিশাল অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ফলে অভ্যন্তরীন নৌ-রুটের ছোট ছোট লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।