শরীফা খাতুন শিউলী, খুলনা : খুলনার রূপসা উপজেলায় ইমরান বেয়ারা (৪০) নামের এক ভ্যান চালকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। ইমরান রূপসার শ্রীফতলা গ্রামের ইউসুফ বেয়ারার ছেলে। তিনি ভ্যান চালাতেন।
সোমবার সকাল ৮টার দিকে রূপসার পশ্চিম নন্দনপুর মজুমদার রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইমরানের চাচাতো ভাই তারেক তার পরিচয় নিশ্চিত করেন।
পুলিশ সুপার মো. আনিচুর রহমান (জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে) বলেন, মরদেহটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।
তবে তাৎক্ষণিকভাবে কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ।
এরাকাবাসী জানান, সকালে পশ্চিম নন্দনপুর মজুমদার রাস্তার পাশে জবাই করা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।