শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০২ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের দীর্ঘতম ম্যুরাল সামিটের গাজীপুর বিদ্যুৎ কেন্দ্রে

কামরুল হাসান : সামিট গাজীপুর ৪৬৪ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে হামিদুজ্জামান ভাস্কর্য পার্কের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম। সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান ও দেশের প্রখ্যাত ভাস্কর প্রফেসর হামিদুজ্জামান খান এসময় উপস্থিত ছিলেন।

গতকাল সোমবার মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম সামিট গাজীপুর ৪৬৪ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে হামিদুজ্জামান ভাস্কর্য পার্কের উদ্বোধন করেন। এই ভাস্কর্য পার্কে রয়েছে ৩৪০ ফুট দীর্ঘ বাংলাদেশের দীর্ঘতম ম্যুরাল ‘শ্রম ও সৃষ্টি’। এর পাশাপাশি ‘ওয়ার্ল্ড ইন ফ্রেম’ ও ‘লাইফ এন্ড লাইফলেস’ নামে দুটি ভাস্কর্য রয়েছে ।

হামিদুজ্জামান ভাস্কর্য পার্ক সম্পর্কে মুহাম্মদ আজিজ খান বলেন, কর্ম মানবতার সহজাত বৈশিষ্ট্য এবং প্রকৃতির প্রয়োজন, যাতে করে পৃথিবী উদ্ভাবন, নির্মাণ ও সৃষ্টিকর্ম বজায় রাখতে পারে। সামিট সেইসব ব্যবসা করে যার মধ্যে দিয়ে মানবতা ঐকতানে বাঁচতে পারে শান্তি এবং আনন্দের মধ্যে। আমরা শিল্প এবং দর্শনের সাথে একাত্ম। প্রাকৃতিক পরিবেশে উন্মুক্ত এই ভাস্কর্য পার্ক, শিল্পের প্রতি সামিটের অনন্য ভালোবাসার বহিঃপ্রকাশ।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য প্রকৌশলী মস্তাাফিজুর রহমান, পিজিসিবি’র প্রধান প্রকৌশলী (সিস্টেম অপারেশন) ইকবাল আজম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান এবং জেলা প্রশাসক গাজীপুর, ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। সামিট গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. লতিফ খান, মো. ফরিদ খান, পরিচালক আঞ্জুমান আজিজ খান, পরিচালক হেলাল উদ্দিন আহমেদ, সামিট কর্পোরেশনের এএমডি ফয়সাল করিম খান, পরিচালক আজিজা আজিজ খান, পরিচালক ফাদিয়া খান, সামিট পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক লে. জে. (অব.) ইঞ্জি. আবদুল ওয়াদুদ, সামিট গাজীপুর ১ ও ২ পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. মোজাম্মেল হোসেনসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়