শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০২ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের দীর্ঘতম ম্যুরাল সামিটের গাজীপুর বিদ্যুৎ কেন্দ্রে

কামরুল হাসান : সামিট গাজীপুর ৪৬৪ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে হামিদুজ্জামান ভাস্কর্য পার্কের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম। সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান ও দেশের প্রখ্যাত ভাস্কর প্রফেসর হামিদুজ্জামান খান এসময় উপস্থিত ছিলেন।

গতকাল সোমবার মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম সামিট গাজীপুর ৪৬৪ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে হামিদুজ্জামান ভাস্কর্য পার্কের উদ্বোধন করেন। এই ভাস্কর্য পার্কে রয়েছে ৩৪০ ফুট দীর্ঘ বাংলাদেশের দীর্ঘতম ম্যুরাল ‘শ্রম ও সৃষ্টি’। এর পাশাপাশি ‘ওয়ার্ল্ড ইন ফ্রেম’ ও ‘লাইফ এন্ড লাইফলেস’ নামে দুটি ভাস্কর্য রয়েছে ।

হামিদুজ্জামান ভাস্কর্য পার্ক সম্পর্কে মুহাম্মদ আজিজ খান বলেন, কর্ম মানবতার সহজাত বৈশিষ্ট্য এবং প্রকৃতির প্রয়োজন, যাতে করে পৃথিবী উদ্ভাবন, নির্মাণ ও সৃষ্টিকর্ম বজায় রাখতে পারে। সামিট সেইসব ব্যবসা করে যার মধ্যে দিয়ে মানবতা ঐকতানে বাঁচতে পারে শান্তি এবং আনন্দের মধ্যে। আমরা শিল্প এবং দর্শনের সাথে একাত্ম। প্রাকৃতিক পরিবেশে উন্মুক্ত এই ভাস্কর্য পার্ক, শিল্পের প্রতি সামিটের অনন্য ভালোবাসার বহিঃপ্রকাশ।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য প্রকৌশলী মস্তাাফিজুর রহমান, পিজিসিবি’র প্রধান প্রকৌশলী (সিস্টেম অপারেশন) ইকবাল আজম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান এবং জেলা প্রশাসক গাজীপুর, ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। সামিট গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. লতিফ খান, মো. ফরিদ খান, পরিচালক আঞ্জুমান আজিজ খান, পরিচালক হেলাল উদ্দিন আহমেদ, সামিট কর্পোরেশনের এএমডি ফয়সাল করিম খান, পরিচালক আজিজা আজিজ খান, পরিচালক ফাদিয়া খান, সামিট পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক লে. জে. (অব.) ইঞ্জি. আবদুল ওয়াদুদ, সামিট গাজীপুর ১ ও ২ পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. মোজাম্মেল হোসেনসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়