শিরোনাম

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৪৮ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মতানৈক্যের বেড়াজালে আটকে আছে বিএনপির ঐক্য, বললেন প্রফেসর আব্দুল মান্নান

জিয়ারুল হক : বিএনপি যে ঐক্যফ্রন্ট করেছে সেখানে ঐক্য নেই। তাদের নিজেদের মধ্যে মতের মিল নেই। সুলতান মনসুর শপথ নিতে যাচ্ছেন। অন্যরা বলছেন শপথ নেবে না। সিদ্ধান্তই নিতে পারছে না কি করবে। রাজনীতির ভিতরে ঐক্য না থাকলে কখনো আদর্শ গড়ে ওঠে না। আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান বললেন, মতানৈক্যের বেড়াজালে আটকে আছে বিএনপির ঐক্য। সময় টিভি

তিনি বলেন, জাতীয় নির্বাচনে তারা মাঠ ছেড়ে দিয়েছিলো। জনগণের কাছে তারা যায়নি। জনগণের দুয়ারে আপনি না গেলে কিসের রাজনীতি করছেন, কার রাজনীতি করছেন, জনগণ আপনাকে কেনো ভোট দেবে? তারা মনোনয়ন দেয়া থেকে শুরু করে প্রত্যেক জায়গায় অস্পষ্টতা রেখে দিয়েছে। জনগণ কিন্তু এখন অনেক সচেতন। তারা কিন্তু এখন জানতে চায় যে দলের প্রধান কে হবে, নির্বাচনে জয়ী হলে কে হবে প্রধানমন্ত্রী। তার অতীত বর্তমান অবস্থা মানুষ জেনে তার ভোট দেয়। কাজেই জনগণের সামনে ধোঁয়াশা সৃষ্টি করে রাজনীতি করার সুযোগ নেই। কিন্তু বিএনপি ও ঐক্যফ্রন্ট সেই কাজটিই করেছে।

বিএনপির আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, তারা মধ্যে আজ পর্যন্ত জনবান্ধব কোনো কর্মসূচি দিতে পারলো না। তাদের নিজেদের মধ্যে মতৈক্যই হয় না, তারা কি নিয়ে আন্দোলনের ডাক দেবে। আপনি রাস্তায় না নামলে আন্দোলন হবে না। ঘরের মধ্যে কোর্ট-টাই পরে ক্যামেরার সামনে বসে কখনো আন্দোলন হয় না। এক নেতা বলে ঈদের আগে হবে তো, আরেকজন বলে ঈদের পর। তারা ঐক্যফ্রন্ট করলো সেখানেও মতের অমিল। কোনো কর্মসূচি নেই, তাদের কথার মধ্যে মিল নেই। এতো মতের অমিল হলে আপনি একসঙ্গে চলবেন কি করে। মানুষ তাদের প্রতি আস্থা রাখবে কি করে।

প্রফেসর মান্নান বলেন, আমরা চাই বিএনপি তাদের ভুল রাজনীতি পরিহার করে, সন্ত্রাসের রাজনীতি থেকে বের হয়ে গণতন্ত্রের পথে ফিরে আসবে। জনগণের সামনে তাদের অবস্থান তুলে ধরবে এবং সুস্থধারার রাজনীতি করে গণমানুষের আস্থা অর্জন করবে।
সম্পাদনা : রাজু আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়