শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫৪ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইকবাল হাবিব বললেন, নিমতলীর ঘটনার পর প্রশাসন নয়,৭০টি হত্যাকাণ্ডের মাধ্যমে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রকৃতি

খায়রুল আলম : স্থপতি ও নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেছেন, চকবাজের আগুন লাগার ঘটনাটি নিমতলীর আগুন লাগার বেপক পুনরাবৃত্তি। প্রতিবছর নীমতলী দিবস পালন করা সত্ত্বেও এ পুনরাবৃত্তি হওয়ার একমাত্র কারণ এ বিষয়ে প্রতিকারের জন্য নিষ্ক্রিয়তা ও অনেক সিদ্ধান্ত নেয়ার পরেও বাস্তবায়ন না করা। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যারা নীমতলী ও চকবাজারের ভিকটিম তারা লোভী, কাপুরুষ ব্যাবসায়ীদের শিকার। যার ফলে এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা আমরা দেখতে হয়েছে। ঘটনাটির কারণে আমি বিব্রত, তবু বলি এটি অবহেলা জনিত ও নিষ্ক্রিয়তা জনিত হত্যাকা- হিসেবে দেখি। নিষ্ক্রিয়তা ও অবহেলার দায় আপনি, আমি কেউ এড়াতে পারবো না। আমাদের সার্বিক এবং সামষ্টিক নিষ্ক্রিয়তা, নির্লিপ্ততা ও অবহেলা জনিত সামাজিক হত্যাকা-ের শিকার হয়েছে এ মানুষগুলো। সেখানে রাস্তা সরু, একই জাগায় পাঁচ-ছয় জাতের রাসায়নিক পদার্থের গোদাম। দাহ্যপদার্থের উপর ভিত্তি করে শিল্প-বাণিজ্য। একই সঙ্গে বসবাস। এটি যে অন্যায়, আইনের বিপরীধ ধারা, এটি দেখবাল করার জন্য সরকারের অনেকগুলো সংস্থা রয়েছে। রাজনৈতিক দল থেকে নির্বাচিত এমপি আছেন, নির্বাচিত মেয়র আছেন। নীমতলীর ঘটনার পরেই একই সরকার থাকা অবস্থায় আমরা কিছুই পরিবর্তন করতে না পারাটা আমাদের এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে দুঃখজনক আগের ঘটনার পরে যেসকল কথা বলেছিলেন, এমপি, মন্ত্রী, মেয়র তারই পুনরাবৃত্তি করতে দেখছি এখন। কঠোর পদক্ষেপ নিভেন তারা। কিন্তু কঠোর পদক্ষেপ প্রকৃতি নিয়েছে, সময় নিয়েছে ৭০টি হত্যাকা-ের মধ্য দিয়ে। কিন্তু আমাদের প্রশাসন কোনো কঠোর পদক্ষেপ নিতে পারেনি। ভবিষ্যতেও যদি এটির কোনো সুব্যবস্থা নেয়া না হয়, তাহল এ মৃত্যুর মিছিল বেরেই চলবে, কমার কোনো সুযোগ থাকবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়