শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৮ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবি অসীম সাহার প্রেমের ও প্রতিবাদী কবিতা পড়ে আমি কবিতা লিখতে অনুপ্রাণিত হয়েছি : মুহম্মাদ সামাদ

লিয়ন মীর : কবি অসীম সাহা আমাদের বাংলা ভাষা সাহিত্যের একজন বিশিষ্ট কবি। তিনি দীর্ঘদিন যাবৎ কাব্যচর্চা করছেন। অসীম সাহার অসংখ্য প্রতিবাদী কবিতা রয়েছে। তার প্রতিবাদের মধ্যে সবসময় সত্য লক্ষণীয়ভাবে বিদ্যমান রয়েছে। মেহনতী মানুষ, শ্রমিক, কৃষকের কথা তার কবিতায় অগণিতবার প্রাধান্য পেয়েছে। অসীম সাহা সাধারণ মানুষের পক্ষের একজন কবি। অর্থাৎ তিনি মানুষের একজন কবি।
অসীম সাহার অসংখ্য প্রেমের কবিতা রয়েছে। তার প্রেমের কবিতা পড়ে আমরা যেমন অনুপ্রাণিত হয়েছি। ঠিক তেমনি তার প্রতিবাদী কবিতা পড়েও আমরা অনুপ্রাণিত হয়েছি কবিতা লিখতে। অসীম সাহা আমার অগ্রজ কবি।
একটা সময়ে বঙ্গবন্ধুবিরোধী পত্রিকা গণকণ্ঠের সাথে কবি অসীম সাহার সম্পর্ক ছিলো। কিন্তু একটা পর্যায়ে তিনি বুঝতে পারেন বাংলাদেশের মূল সামাজিক-সংস্কৃতির ধারা কোনটি এবং বাংলাদেশের সাহিত্যের মূল ধারা কোনটি। এটা উপলব্ধি করে তিনি মূল ধারায় কবিতা লেখেন এবং আমাদের স্বাধীনতার মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তার অটল আস্থা প্রকাশ করেন। অতীতে তিনি যে ভুল করেছেন সেই ভুলের ক্ষমা চেয়ে তিনি বঙ্গবন্ধুর কাছে একটা কবিতা লিখেছেন- ‘যদি রামদ-, আমি মাথা পেতে নেবো’। এভাবে অসীম সাহা বাংলাদেশের মূল ধারার শুভবাদী কবিতার ধারায় ফিরে আসেন।
রাধা-কৃষ্ণের প্রেমের কাহিনি নিয়ে অসীম সাহা বড় একটি কাজ করেছেন। অসীম সাহার এই কাজটি বাংলা সাহিত্যের অমর সৃষ্টি হয়ে থাকবে।
কবি অসীম সাহার ৭১তম জন্মদিনে আমি তার একজন অনুজ কবি হিসেবে ব্যক্তিগতভাবে এবং জাতীয় কবিতা পরিষদের পক্ষে থেকে প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। কবি অসীম সাহা দীর্ঘজীবী হয়ে আরো বেশি কবিতা, গদ্য লিখে আমাদের বাংলা ভাষা সাহিত্যকে সমৃদ্ধ করুক, এই কামনা করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়