আরএইচ রফিক: বগুড়ায় পুলিশের এক অভিযানে চোরাই মোটর সাইকেল সহ আন্তজেলা মোটর সাইকেল চোর চক্রের ২সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয় ।
গ্রেপ্তারকতরা হল, জেলার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের পাড়োলা গ্রামের মোজাম্মেল হকে পুত্র সাজু মিয়া (৩০)এবং অন্যজন বগুড়া সদরের নামুজা ইউনিয়নের বড় টেংরা গ্রামের বিলাত সাকিদারের পুত্র মজুন মিয়া (৩১)।
পুলিশের একটি দায়িত্বশীল বিষয়টি নিশ্চিত করে জানায়, গত রবিবার রাত আনুমানিক ১১টার দিকে বগুড়া সদর ফাঁড়ী পুলিশের ইনর্চাজ ইন্সপেক্টর আবুল কালাম আজাদ ও টিএসআই জিলালুরের নের্তৃতে এএসআই শাখাওয়াত, এএসআই আলমাস,এটিএসআই আরিফুর রহমান সহ সদর ফাঁড়ী পুলিশে একটি বিশেষ টিম গোপন এক সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি চোরাই মোটর সাইলে নিয়ে চক্রের ২সদস্য সদরের মহাস্থান এলাকার রাস্তা দিয়ে দুপুচাঁচিয়া এলাকার দিকে যাচ্ছে ।
ওই খবরের ভিত্তিতে পুলিশের টিমটি সদরের চাঁমুহা সড়কের বড় সরলপুর সর্দারপাড়া নামকস্থানে ব্যারিকেড দিয়ে একটি মোটর সাইকেলের গতিরোধ করে ।
এসময় গাড়ীর কাগজ পত্র দেখার নামে পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। ওই সময় মোটর সাইকেল আরোহীরা কোন কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ বিষয়টি নিশ্চিত হয় এবং নম্বর বিহীন এ্যাপচী -১৫০ নীল রংয়ের মোটর সাইকেলটি জব্দ দেখিয়ে এর আরোহীদের আটক করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদের আটককৃতরা ঘটনার সাথে জরিত থাকার কথা স্বিকার করে গুরুত্বপূর্ন তথ্য প্রদান করে ।
মামলার বাদী পুলিশের এসআই জিলালুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা আন্তজেলা মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিক ভাবে তারা নিশ্চত হয়েছে। আটক সাজু মিয়ার বিরুদ্ধে মোটর সাইকেল চুরির ঘটনায় বগুড়া নওগাঁ জয়পুরহাট সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা ।